দুর্নীতির তদন্তে বাড়বে গতি! ভিন রাজ্য থেকে একজোটে কলকাতায় আসছেন ৭ ‘দুঁদে’ CBI কর্তা

বাংলা হান্ট ডেস্কঃ গতবছর থেকে শিক্ষক নিয়োগ দুর্নীতি (Recruitment Scam) ইস্যুতে ধুন্ধুমার গোটা রাজ্যে। জেলবন্দি রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী থেকে শুরু করে বহুজনা। দুর্নীতির কিনারা করতে তদন্ত নেমেছে ইডি, সিবিআই। এরই মাঝে কলকাতার সিবিআই দপ্তরে আরও সাত সিবিআই আধিকারিককে (CBI officials) পাঠানো হচ্ছে বলে সূত্রের খবর। নিয়োগ কেলেঙ্কারির তদন্তে গতি আনতেই এই অফিসারদের পাঠানো হচ্ছে।

নিয়োগ দুর্নীতি মামলার তদন্তের গতি বৃদ্ধি করতে বিশেষ টাস্ক ফোর্স গঠন করল সিবিআই। সূত্রের খবর, দেশের বিভিন্ন প্রান্ত থেকে কলকাতায় আসছেন ৭ তদন্তকারী অফিসার। যার মধ্যে একজন এসপি, তিনজন ডিএসপি, দু’জন ইন্সস্পেক্টর, একজন সাব-ইন্সপেক্টর পদমর্যাদার আধিকারিক রয়েছেন।

বিভিন্ন রাজ্যে কর্মরত রয়েছেন এই আধিকারিকরা। সিবিআই সূত্রে খবর, নয়াদিল্লি, বিশাখাপত্তনম, রাঁচি, ধানবাদ, ভুবনেশ্বর এবং ভোপালের সিবিআই দপ্তর থেকে কলকাতায় আসতে চলেছেন তারা। অতিসত্তর তাদেরকে নিজাম প্যালেসের অ্যান্টি কোরাপশন ব্রাঞ্চ বা দুর্নীতি দমন শাখার অফিসে যোগ দিতে বলা হয়েছে বলেও জানা গিয়েছে।

নিত্যদিন নিয়োগ দুর্নীতির তদন্তে নতুন নতুন চাঞ্চল্যকর তথ্য সামনে আসায় তার তদন্তের স্বার্থে আধিকারিকের সংখ্যা বৃদ্ধির প্রয়োজনীয়তা রয়েছে বলে নিজাম প্যালেস থেকে নয়াদিল্লিতে একটি চিঠি পাঠান সিবিআই আধিকারিকরা। সে কারণে সিটের সদস্য সংখ্যা বাড়ানো হয়েছে বলেই সূত্রের খবর।

cbi

সিবিআইয়ের তরফে এক বিজ্ঞপ্তি প্রকাশ করে বলা হয়েছে, আগামী দু’মাস তাদের নিজাম প্যালেসের অফিসে কাজ করতে হবে। প্রসঙ্গত, সিবিআইয়ের পাশাপাশি ইডিও রাজ্যের দুর্নীতি মামলার তদন্ত করছে। এই মামলার তদন্তে নেমেই তদন্তকারীদের হাতে গ্রেফতার হয়েছেন রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়, মধ্যশিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতি কল্যাণময় গঙ্গোপাধ্যায়, প্রাথমিক শিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতি মানিক ভট্টাচার্য স্কুল সার্ভিস কমিশনের প্রাক্তন চেয়ারম্যান সুবীরেশ ভট্টাচার্য সহ অনেকে।

তবে সিবিআই এর তদন্ত নিয়ে বহুবার প্রশ্ন তুলেছে আদালত। তদন্তের গতি নিয়েও সিবিআইকে বিচারকদের রোষের মুখে পড়তে হয়েছে। তাই এবার তদন্তের গতি বাড়াতেই একজোটে সাত আধিকারিককে রাজ্যে পাঠানো হচ্ছে বলেই মত বিশেষজ্ঞ মহলের। এবার পরবর্তীতে দুর্নীতির তদন্ত কোন দিকে গড়ায় সেটাই এবার দেখার বিষয়।

Sharmi Dhar
Sharmi Dhar

শর্মি ধর, বাংলা হান্ট এর রাজনৈতিক কনটেন্ট রাইটার। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত ।

সম্পর্কিত খবর