KMC-র ১৪৮ পদে নিয়োগে দেদার দুর্নীতি! তথ্য প্রকাশ করে CBI তদন্তের দাবি সজলের

বাংলা হান্ট ডেস্ক : ফের বিস্ফোরক সজল ঘোষ (Sajal Ghosh)। এবার কলকাতা পুরসভার (Kolkata Municipal Corporation) নিয়োগ দুর্নীতির হদিশ দিলেন বিজেপি নেতা। কখনও পুরসভার বিলি করা বালতি, কখনও বা আইন আধিকারিকের বিরাট অংকের চায়ের খরচ নিয়ে একাধিক বার সরব হয়েছেন সজল। নিজের ফেসবুক অ্যাকাউন্টকে হাতিয়ার তীব্র আক্রমণ করেছেন বাংলার শাসক দলকে। এবার এমনই এক বিষয় নিয়ে আওয়াজ তুললেন তিনি।

বিজেপি নেতা সজল ঘোষ নিজের ফেসবুল অ্যাকাউন্ট থেকে লেখেন, ‘কলকাতা কর্পোরেশনের একটি বিশেষ বিভাগে ১৪৮ জন কর্মীর চাকরি হয়েছে যাদের মধ্যে ১১৮ জন নদীয়া বা তার পার্শ্ববর্তী অঞ্চল থেকে, ২৪ জন চেতলা বা ববি হাকিমের পাড়া থেকে আর বাকি ৬ জন ভদ্রেশ্বর বা বৈদ্যবাটি স্টেশন অঞ্চল থেকে।’

sajal 2

সজলবাবু আরও লেখেন, ‘চিঠির তলায় নাম আছে মিউনিসিপাল সচিবের। আমি তাঁর কাছ থেকে জবাব চাইবো শুধুমাত্র এই তিনটে পাড়ার মানুষ এই ১৪৮ টা পদের জন্য চাকরির দাবি করেছিলেন? বাংলার অন্য কোন প্রান্তের মানুষ কি এই চাকরি করার উপযুক্ত ছিলেন না? নাকি আজকাল যা টিভিতে দেখছি খবরে কাগজে পড়ছি, সেই রকম কোন গল্প এখানে আছে, সেক্রেটারি মশাই ও মেয়র জবাব দিন।’

কিছুদিন আগেই পুরসভার বালতি নিয়ে দুর্নীতির অভিযোগ তোলেন সজল ঘোষ। একটি পোস্টে তিনি লেখেন, ‘আশা করি কলকাতার মানুষ আপনারা দুটি করে গুজরাটি বালতি পেয়েছেন,আমি বালতির সাথে একটা বিল‌ও পেয়েছি, একেকটি বালতির মূল্য মাত্র ১১৩ টাকা (GST ছাড়া) দাম শোনার পর দয়া করে এর ব্যবহার বন্ধ করে মেয়ের বিয়েতে যৌতুক হিসেবে তুলে রাখবেন না।’

তিনি আরও লেখেন, ‘আমার প্রশ্ন, সব শুদ্ধ কত টাকার বালতি এসেছে আর বালতি করে মেয়র এবং আধিকারিকদের ঘরে কত কোটি টাকার কাটমানি এসেছে?’ এরই সঙ্গে বালতির বিলটিও পোস্ট করেন সজলবাবু। শেয়ার করার সঙ্গেই রীতিমতো ভাইরাল হয়ে যায় এই পোস্ট। একাধিক মানুষ ওই পোস্টে কমেন্ট করেও নিজেদের মতামত জানান।


Sudipto

সম্পর্কিত খবর