বাংলা হান্ট নিউজ ডেস্ক: কলকাতা নাইট রাইডার্সের (KKR) কাছে লজ্জাজনক হার এখন অতীত। আজ নিজেদের ঘরের মাটিতে আবার ঘুরে দাঁড়ানোর লক্ষ্য নিয়ে মাঠে নামবে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর (RCB)। আইপিএলে (IPL 2023) আজ বিরাট কোহলিরা মুখোমুখি হবে লোকেশ রাহুলের নেতৃত্বাধীন লখনউ সুপারজায়ান্টসের বিরুদ্ধে। তিনটি ম্যাচ খেলে তার মধ্যে দুটি বেশ ভালো জায়গায় রয়েছেন ক্রুনাল পান্ডিয়ারা।
পিচ রিপোর্ট: আজ চিন্নস্বামী স্টেডিয়ামে এই ম্যাচটি আয়োজিত হচ্ছে যেখানকার পিচ বরাবরই ব্যাটারদের সাহায্য করে থাকে। আজও বড় রানের ম্যাচ দেখতে পাওয়ার প্রত্যাশা থাকছে ক্রিকেটপ্রেমীদের। টস জিতে প্রথমে বোলিং করে নেওয়ার সিদ্ধান্তই হয়তো নিতে চলেছেন টস জয়ী অধিনায়ক। প্রসঙ্গত এর আগের বছরের আইপিএলে দুইবারের মুখোমুখি সাক্ষাতে আরসিবি দুইবারই জয় পেয়েছে।
গত ম্যাচের হতাশাজনক পারফরম্যান্সের পর আজ বিরাট কোহলি মরিয়া থাকবেন ফের একবার নিজের জাত চেনানোর জন্য। সেই সঙ্গে অলরাউন্ডার ব্রেসওয়েল ও ম্যাক্সওয়েল আজকে নিজেদের ঘরের মাঠে ব্যাটিংয়ের আদর্শ পরিবেশের সুযোগ নিয়ে বড় রান করতে মরিয়া হয়ে থাকবেন। সেই সঙ্গে ব্যাট হাতে কাইল মেয়ার্স এবং নিকোলাস পুরান লখনউয়ের সবচেয়ে বড় ভরসা হয়ে ওঠার ক্ষমতা রাখেন।
সম্ভাব্য আরসিবি একাদশ: বিরাট কোহলি, ফ্যাফ দু প্লেসিস, শাহবাজ আহমেদ, গ্লেন ম্যাক্সওয়েল, মাইকেল ব্রেসওয়েল, ডেভিড উইলি, দীনেশ কার্তিক, হর্ষল প্যাটেল, আকাশ দীপ, কর্ন শর্মা, মহম্মদ সিরাজ
সম্ভাব্য এলএসজি একাদশ: লোকেশ রাহুল, কুইন্টন ডি কক, কাইল মেয়ার্স, দীপক হুডা, নিকোলাস পুরান, ক্রুনাল পান্ডিয়া, অমিত মিশ্র, মার্ক উড, রবি বিশ্নই, জয়দেব উনদকাট, যশ ঠাকুর