বাংলা হান্ট নিউজ ডেস্কঃ আইপিএল (IPL 2023) শেষ হওয়ার পরেই ভারতীয় দলকে (Team India) উড়ে যেতে হবে ইংল্যান্ডের মাটিতে। ৭ই জুন থেকে সেখানে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে (WTC Final) অস্ট্রেলিয়ার মুখোমুখি হবেন রোহিত শর্মারা। দুই দল কিছুদিন আগেই ভারতের মাটিতে একটি চার ম্যাচের টেস্ট সিরিজ খেলেছে যেখানে ভারতীয় দল ২-১ ফলে ঘরের মাঠে সিরিজ জিতে নিয়েছে। কিন্তু ভারতীয় পরিবেশে অজিদের বিরুদ্ধে ম্যাচ জেতা এবং বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে ইংল্যান্ডের মাটিতে অস্ট্রেলিয়ার মতন প্রতিপক্ষের মুখোমুখি হওয়া, দুটি সম্পূর্ণ আলাদা ব্যাপার।
বিশেষজ্ঞরা মনে করছেন যে ইংল্যান্ডের পরিবেশ ভারতের চেয়ে বেশি অস্ট্রেলিয়ারদের সুবিধা করে দেবে। ওখানকার পরিবেশে স্টার্ক, হ্যাজেলউড বা কামিন্সের মতো বোলাররা ভারতীয় ব্যাটিং লাইনআপকে ধ্বংস করে দেওয়ার ক্ষমতা রাখেন। তাই বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে আগে প্রত্যেকেই অস্ট্রেলিয়াকে কিছুটা এগিয়ে রাখছেন।
তার মধ্যে ভারতীয় দলের মূল সমস্যা হয়ে দাঁড়িয়েছে চোট আঘাত। ইনজুরির কারণে তিন গুরুত্বপূর্ণ ক্রিকেটারকে ওই বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে পাবেনা ভারতীয় দল। বিপজ্জনক ফাস্ট বোলার যশপ্রীত বুমরা, অভিজ্ঞ উইকেটরক্ষক ব্যাটার রিশভ পন্থ এবং মিডল অর্ডারে অত্যন্ত গুরুত্বপূর্ণ শ্রেয়স আইয়ার চোটের কারণে এই ফাইনালের অংশ হতে পারছেন না। কিন্তু এবার ভারতীয় দলে এই কঠিন পরিস্থিতিতে অজিঙ্কা রাহানেকে ফিরিয়ে আনার দাবী তুলেছেন অনেকেই।
২০২২ সাল থেকেই ধারাবাহিকতার অভাবের কারণে তিনি ভারতীয় টেস্ট দল থেকে বাদ পড়েছেন। তারপর থেকে ঘরোয়া ক্রিকেটে মুম্বাইয়ের অধিনায়ক হয়ে ভালো পারফরম্যান্স করে জাতীয় দলে ফেরার আশায় আছেন তিনি। গত মরশুমে রঞ্জিতে তিনি ৭ ম্যাচে ১১ ইনিংস ব্যাট করে ৬৩৪ রান করেছেন। তিনি নিজেও এখনও বিশ্বাস করেন যে জাতীয় দলে তার পক্ষে ফেরা এখনও সম্ভব।
সম্প্রতি আইপিএলের মঞ্চে চলতি মরশুমের দ্রুততম অর্ধশতরান করে তিনি এটাও প্রমাণ করেছেন যে বড় মঞ্চে পারফরম্যান্স করার ক্ষমতা তার এখনও আছে। তিনি চলতি মরশুমে চেন্নাই সুপার কিংস দলের অংশ এবং ধোনিদের তৃতীয় ম্যাচে হলুদ জার্সি গায়ে চাপিয়ে মুম্বাই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে জয় পেতে বড় ভূমিকা পালন করেছেন তিনি।