৫ ছক্কায় রিঙ্কু KKR-কে জেতানোর পরেও কোনও উত্তেজনা নেই এই সাপোর্ট স্টাফের! প্রকাশ্যে এলো আসল পরিচয়

বাংলা হান্ট নিউজ ডেস্কঃ গতকাল নাইট রাইডার্সকে (KKR) দুর্দান্তভাবে জেতানো রিঙ্কু সিং (Rinku Singh) রাতারাতি নায়ক হয়ে গিয়েছেন ক্রিকেটপ্রেমীদের চোখে। চলতি আইপিএলে (IPL 2023) নিজেদের তৃতীয় ম্যাচ খেলতে নেমে কাল শেষ ওভারে গুজরাট টাইটান্সের বিরুদ্ধে নাইট রাইডার্সের জয়ের জন্য প্রয়োজন ছিল ২৯ রান। জয় দয়ালের সেই ওভারের শেষ পাঁচ বলে পাঁচটি ছক্কা মেরে নাইটদের জয় এনে দেন রিঙ্কু। এরপর গোটা বিশ্বের ক্রিকেটপ্রেমীদের পাশাপাশি ক্রিকেট বিশেষজ্ঞ এবং উল্লেখযোগ্য ক্রিকেট ব্যক্তিত্বরাও তাকে প্রশংসায় ভরিয়ে দিয়েছেন।

কাল যখন রিঙ্কু কেকেআরকে জিতিয়ে দেন তখন দলের সকল ক্রিকেটার তাকে বরণ করে নেওয়ার জন্য উত্তেজিত হয়ে ডাগ আউট ছেড়ে মাঠের দিকে ছুটে যান। কিন্তু কেকেআর ডাগ আউটে একমাত্র একজন মানুষ বসে ছিলেন যার মধ্যে কোনওরকম উত্তেজনা দেখা যায়নি এবং তিনি চুপচাপ নিজের চেয়ারে বসে ছিলেন রিঙ্কু ম্যাচের শেষ ছক্কাটি মারার পরেও। ইতিমধ্যেই তার ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে এবং তার পরিচয় কি সেটা জানতে অনেকেই আগ্রহী হয়ে উঠেছেন।

অনেকেই তার বিরুদ্ধে অভিযোগ তুলেছেন যে এমন একটি দুর্দান্ত জয়ের পর কেকেআরের ডাগ আউটে থাকা একজন কোনরকম উদযাপন না করে কি করে বসে থাকতে পারেন। তাহলে কি শুধুমাত্র তিনি পয়সার জন্য এই দলের সঙ্গে যুক্ত আছেন! আসলে মন থেকে কেকেআরকে ওই ব্যক্তি ভালোবাসেন না? এই নিয়েও প্রশ্ন তুলেছেন অনেকে। কিন্তু তারা আসল পরিচয় প্রকাশ্যে আসার পর থেকে সেই নিন্দুকদের লজ্জায় মুখ লুকোতে হচ্ছে।

নাইট রাইডার্স এর প্রাক্তন টিম ডিরেক্টর জয় ভট্টাচার্য তার পরিচয় প্রকাশ্যে এনেছেন। তিনি জানিয়েছেন গম্ভীর মুখে বসে থাকা ওই ব্যক্তির নাম আসলে শ্রীকান্ত। তিনি কেকেআরের দলে অ্যানালিস্ট হিসাবে কাজ করেন। ১৫ বছর ধরে তিনি এই ফ্র‍্যাঞ্চাইজির সঙ্গে যুক্ত রয়েছেন। ২০০৯ সালে দক্ষিণ আফ্রিকার মাটিতে ব্র্যান্ডন ম্যাকুলামের নেতৃত্বে কলকাতা পরপর সাতটি ম্যাচ হারার পর তিনি কেকেআরের একটি ট্যাটু করিয়েছিলেন নিজের শরীরে।

এরপর জয় ভট্টাচার্য আরো বলেছেন যে শ্রীকান্ত অন্য যেকোন কেকেআর ভক্ত দিচ্ছে দলকে অনেক বেশি ভালোবাসে। তার বিরুদ্ধে এই বিষয় নিয়ে কোনওরকম অভিযোগ করার যোগ্যতা কারোর থাকতে পারে না। এবং শেষে তিনি সকলকে একটি ছবির ভিত্তিতে সহজে কোন সিদ্ধান্তে আসার ব্যাপারে নিষেধ করেছেন।

Reetabrata Deb

সম্পর্কিত খবর