মিঠাইকে হারাতে এসে নিজেই হেরে ভূত, দু মাসেই ‘বালিঝড়’কে ঝেঁটিয়ে বিদায় দর্শকদের!

বাংলাহান্ট ডেস্ক: কারোর পৌষমাস তো কারোর সর্বনাশ। তৃণা সাহার (Trina Saha) অবস্থা এখন এমনি। টিআরপি তলানিতে থাকায় বন্ধ হয়ে যায় তাঁর আগের সিরিয়াল ‘খড়কুটো’। কয়েক মাসের মধ্যেই একই নায়ক নায়িকার জুটিকে ফিরিয়ে আনা হয় ‘বালিঝড়’এ (Balijhor)। কিন্তু এবার টিআরপি শুরু থেকেই তলানিতে। জি বাংলার ‘মিঠাই’ হারানোর উদ্দেশ্য নিয়ে শুরু হয়েছিল বালিঝড়। মিঠাই এখনো বহাল তবিয়তে সেরা দশে জায়গা ধরে রেখেছে। এদিকে দু মাসেই শেষ হয়ে যাওয়ার পথে বালিঝড়।

হ্যাঁ, অভিনেত্রী তৃণা সাহার সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট দেখে এমনি জল্পনা শুরু হয়েছে সোশ্যাল মিডিয়ায়। নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে দুটি পোস্ট শেয়ার করেছেন তিনি। একটি পোস্টে লেখা, ‘মন্ত্রীর মেয়ে থেকে আসল ঝর্ণার জলের মতো হয়ে ওঠা, ঝোরার মহার্ঘ্যর প্রতি একটু একটু করে মায়ায় পড়া, স্রোতের জন্য ঝোরার পিছুটান, মহার্ঘ্য ঝোরার রসায়ন জাস্ট তৈরি হওয়া সব হেরে গেল রেটিংয়ের কাছে।’

balijhor

অপর একটি স্টোরিতে ‘তৃশিক’ ভক্তরা মনের কষ্ট প্রকাশ করেছেন। তৃণা কৌশিককে ছাড়া থাকবেন কী করে? সেই চিন্তাতেই ব্যাকুল হয়ে উঠেছেন দর্শকরা। তৃণার এই দুই স্টোরি দেখেই গুঞ্জন তুঙ্গে উঠেছে, সিরিয়াল কি তবে শেষ হয়ে যাচ্ছে?

গত ফেব্রুয়ারি মাসের শুরুতেই পথ চলা শুরু করেছিল বালিঝড়। খড়কুটো জুটি তৃণা কৌশিকের পাশাপাশি ধুলোকণার নায়ক ইন্দ্রাশিসও রয়েছেন এই সিরিয়ালে। একাধিক নামীদামী অভিনেতা অভিনেত্রীরা থাকায় দর্শকরা ভেবেছিলেন টিআরপি ভালোই তুলবে বালিঝড়। মিঠাইয়ের বিপরীতে সন্ধ্যা ছটার স্লটে শুরু হয় এই সিরিয়াল।

mithai balijhor trp

কিন্তু ভাল টিআরপি তোলা তো দূরের কথা, মিঠাইয়ের বিপরীতে স্লট লিডারও হতে পারেনি বালিঝড়। সম্প্রতি সন্ধ্যা ছটার স্লটে ‘রামপ্রসাদ’ সিরিয়াল শুরু হওয়ার ঘোষণা করা হয়েছে চ্যানেলের তরফে। আর তার জেরেই নাকি বালিঝড় বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত। কারণ এই সিরিয়ালের টিআরপি এখন খুবই কম। তবে ইঙ্গিত দিলেও এ বিষয়ে কোনো মন্তব্য করেননি তৃণা। চ্যানেলের তরফেও এ বিষয়ে কোনো আনুষ্ঠানিক ঘোষণা করা হয়নি।

Niranjana Nag

সম্পর্কিত খবর