বাংলাহান্ট ডেস্ক: মেগা সিরিয়াল (Serial) এর আক্ষরিক অর্থ বদলে এখন মাত্র কয়েক মাসেই পাততাড়ি গোটাচ্ছে বিভিন্ন চ্যানেলের ধারাবাহিকগুলি। টিআরপির দৌড়ে প্রতিপক্ষকে এঁটে উঠতে না পারলেই মাঝপথেই গল্প শেষ করে বিদায় নিতে হচ্ছে সিরিয়ালগুলি। মাঝে মধ্যে টিআরপি ভাল থাকলেও অন্য কোনো কারণে মাত্র কিছুদিনের মধ্যেই শেষ হয়ে যাচ্ছে জনপ্রিয় সিরিয়াল। এবার তালিকায় নাম লেখাতে চলেছে স্টার জলসার ‘বালিঝড়’ (Balijhor)।
সিরিয়ালটি শুরুর আগে থেকেই উন্মাদনা তৈরি হয়েছিল দর্শক মহলে। কারণ একই সঙ্গে তৃণা সাহা, কৌশিক রায় এবং ইন্দ্রাশিস রায়কে দেখা যাচ্ছে এই সিরিয়ালে। কিন্তু খড়কুটো বা ধুলোকণার টিআরপির ধারে কাছেও যেতে পারেনি বালিঝড়। এর মধ্যেই সিরিয়াল শেষের গুঞ্জন তুঙ্গে।
অভিনেত্রী তৃণা সাহার সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট দেখে এমনি জল্পনা শুরু হয়েছে সোশ্যাল মিডিয়ায়। নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে দুটি পোস্ট শেয়ার করেছেন তিনি। একটি পোস্টে লেখা, ‘মন্ত্রীর মেয়ে থেকে আসল ঝর্ণার জলের মতো হয়ে ওঠা, ঝোরার মহার্ঘ্যর প্রতি একটু একটু করে মায়ায় পড়া, স্রোতের জন্য ঝোরার পিছুটান, মহার্ঘ্য ঝোরার রসায়ন জাস্ট তৈরি হওয়া সব হেরে গেল রেটিংয়ের কাছে।’
অপর একটি স্টোরিতে ‘তৃশিক’ ভক্তরা মনের কষ্ট প্রকাশ করেছেন। তৃণা কৌশিককে ছাড়া থাকবেন কী করে? সেই চিন্তাতেই ব্যাকুল হয়ে উঠেছেন দর্শকরা। তৃণার এই দুই স্টোরি দেখেই গুঞ্জন তুঙ্গে উঠেছে, সিরিয়াল কি তবে শেষ হয়ে যাচ্ছে?
সংবাদ মাধ্যমের তরফে প্রশ্ন রাখা হয়েছিল চিত্রনাট্যকার লীনা গঙ্গোপাধ্যায়ের কাছে। তিনি স্পষ্ট বলেন, সিরিয়াল শেষ হওয়ার কোনো খবর তাঁর কাছে নেই। সেই সঙ্গে তিনি এও জানান, গল্প যেমন চলছে সেই ট্র্যাকেই চলবে। টিআরপি বাড়ানোর জন্য গল্পে কোনো বদলই তিনি আনবেন না।