স্কুলের জমি দখল করে ব্যবসা তৃণমূল পঞ্চায়েত সদস্যের, উদ্ধারে গেলেই হুমকি! বিদ্যালয় বাঁচাতে থানায় কর্তৃপক্ষ

বাংলা হান্ট ডেস্কঃ তৃণমূল পঞ্চায়েত সদস্যকে (Trinamool Panchayat Member) টাইট দিতে সোজা থানার দ্বারস্থ স্কুল কর্তৃপক্ষ (School Authority)। বাঁকুড়া (Bankura) জেলার ঘটনা। সেখানের স্থানীয় বেলিয়াতোড় হাইস্কুল সংলগ্ন একটি ফুটবল মাঠ রয়েছে। মাঠে স্কুলের পড়ুয়ারা খেলাধুলা করে। সেই জায়গাই দখলে করে দিনের পর দিন ইমারতি সামগ্রীর ব্যবসা চালিয়ে যাওয়ার অভিযোগ উঠল তৃণমূলের পঞ্চায়েত সদস্যের বিরুদ্ধে। শাসকদলের সদস্যের এই দাদাগিরি থামাতেই থানায় অভিযোগ জানাল স্কুল কর্তৃপক্ষ।

অভিযোগ, বহুদিন থেকেই স্কুলের জায়গা দখল করে নিজের ইমারতির ব্যবসা চালিয়ে যাচ্ছেন পঞ্চায়েত সদস্য আকুল মিত্র। বারাবার বলেও মাঠ দখলমুক্ত করতে না পেরে থানার গেল স্কুল কর্তৃপক্ষ। বাঁকুড়ার বেলিয়াতোড় হাইস্কুল সংলগ্ন একটি ফুটবল মাঠের একাংশ দখল করে বছর দেড়েক আগে ইট, বালি, পাথর সহ ইমারতি সামগ্রী নামান তৃনমূল সদস্য।

সেই সময় থেকেই মাঠে ইমারতি সামগ্রী পড়ে থাকলেও তা অন্যত্র কোথাও সরায়নি আকুল মিত্র। স্কুল কর্তৃপক্ষের দাবি, স্কুলের মাঠ জবর দখল করে দিনের পর দিন ইমারতি সামগ্রীর ব্যবসা চালাচ্ছেন ওই পঞ্চায়েত সদস্য। যার ফলে স্বাভাবিকভাবেই সমস্যায় পড়েছে স্কুল কর্তৃপক্ষ।

পাশাপাশি মাঠের একটা বড় অংশ ভর্তি থাকায় স্কুল পড়ুয়াদের খেলাধূলাও বর্তমানে কার্যত বন্ধ হয়ে যায় স্কুল পড়ুয়াদের । বহুবার আকুল মিত্রকে ইমারতি সামগ্রী স্কুলের মাঠ থেকে সরিয়ে নেওয়ার অনুরোধ জানালেও কাজ না হওয়ায় স্কুলের তৃনমূল পরিচালিত পরিচালন সমিতি বিষয়টিতে হস্তক্ষেপ করে।

tmc flag

এরপর পরিচালন সমিতির সদস্যরা মাঠ থেকে নিজের সামগ্রী সরানোর জন্য পঞ্চায়েত সদস্যকে অনুরোধ জানালে উল্টে তাদেরকে কটূক্তি করা হয় বলে অভিযোগ। শেষমেষ আর কোনো উপায় না পেয়ে এবার মাঠ দখলমুক্ত করার দাবী জানিয়ে স্থানীয় বেলিয়াতোড় থানার দ্বারস্থ হয়েছে স্কুল কর্তৃপক্ষ। তবে অভিযোগ সেখানেও নিজের প্রভাব খাটাতে শুরু করেছে ওই তৃণমূল সদস্য। যার ফলে এখনও তার বিরুদ্ধে কোনো রকম ব্যবস্থা নেওয়া হয়নি।

Sharmi Dhar
Sharmi Dhar

শর্মি ধর, বাংলা হান্ট এর রাজনৈতিক কনটেন্ট রাইটার। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত ।

সম্পর্কিত খবর