বাংলা হান্ট ডেস্ক : এবার বিপাকে হুগলি (Hooghly) জেলা তৃণমূল নেতৃত্ব। দলবদলের প্রায়শ্চিত্ত হিসেবে দণ্ডি কাণ্ড নিয়ে তুঙ্গে রাজনৈতিক তর্জা। এরই মাঝে চাঞ্চল্যকর মন্তব্য করে বসলেন তৃণমূল সাংসদ অপরূপা পোদ্দার (Aparupa Poddar)। তিনি বললেন, ‘দলের স্পষ্ট নির্দেশিকা রয়েছে ফিরতে হলে প্রায়শ্চিত্ত করতেই হবে।’ এই মন্তব্য নিয়ে শোরগোল রাজ্যজুড়ে। অবশ্য তৃণমূল সাংসদের দাবি, তাঁর মন্তব্যের ভুল ব্যাখ্যা করা হচ্ছে।
বিজেপিতে যাওয়া, আবার সেখান থেকে তৃণমূলে ফিরতে প্রায়শ্চিত্ত করতে হয় বালুরঘাটের তপনের তিন মহিলাকে। দণ্ডি কাটতে হয়েছিল তাঁদের। সেই ছবি প্রকাশ্যে আসতেই বিতর্ক শুরু হয়। ঘটনার তীব্র নিন্দা করে বিরোধীরা।
এই ঘটনায় রাষ্ট্রপতিকে চিঠিও লেখেন রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার। অভিযুক্ত মহিলা তৃণমূলের সভানেত্রীর বিরুদ্ধে কড়া পদক্ষেপ করে তৃণমূল। তাকে পদ থেকে সরানো হয়। এতকিছুর মধ্যে হঠাৎই বেঁফাস বক্তব্য অপরূপা পোদ্দারের। কার্যত দণ্ডির স্বপক্ষেই মত দিলেন তৃণমূল সাংসদ।
একটি ভিডিও ভাইরাল হয়। সেই ভিডিতে দেখা যাচ্ছে অপরূপা বলছেন, ‘দলের একটা নির্দিষ্ট গাইডলাইন থাকে। কেউ যদি ভুল করে তাকে তো প্রায়শ্চিত্ত করে তবেই দলে ফিরতে হবে। ২০২১ সালের পর যারা দলে ফিরেছেন নিজেদের ভুল বুঝে সকলেই প্রায়শ্চিত্ত করে ফিরেছেন। অনেকেই ন্যাড়া হয়েছে। তপনের ঘটনায় মহিলারা স্বেচ্ছায় প্রায়শ্চিত্ত করেছে। এটা নিয়ে বিতর্কের কী আছে?’
এরই সঙ্গে বিজেপিকে নিশানা করেন তিনি। এই মন্তব্যের জেরেই তীব্র সমালোচনা শুরু হয় ওই তৃণমূল সাংসদের। যদিও সংবাদমাধ্যমকে অপরূপা জানান তাঁর ভিডিও বার্তার ভুল ভাবে ব্যাখ্যা করা হচ্ছে। প্রায়শ্চিত্ত অনেকেই করেন তবে সেটা নিজের ইচ্ছেয়। দলে এমন কোনও নির্দেশিকা নেই।