দলের জন্য না, নিজের রেকর্ডের কথা ভেবে ব্যাটিং করেন কোহলি! মারাত্মক অভিযোগ কিউয়ি ধারাভাষ্যকারের

বাংলা হান্ট নিউজ ডেস্কঃ গতকাল মরিয়া লড়াই করেও ফ্যাফ দু প্লেসিসের আরসিবিকে (RCB) হার মানতে হয়েছে লখনৌ সুপার জায়ান্টসের (LSG) বিরুদ্ধে। হাড্ডাহাড্ডি লড়াই গড়িয়েছিল ম্যাচের শেষ বল অবধি। শেষ ওভারে একাধিক জমজমাট নাটকের পর শেষে দীনেশ কার্তিকের একটি ছোট্ট ভুলকে কাজে লাগিয়ে আরসিবিকে পরাস্ত করে লখনৌ। তার ম্যাচের মধ্যে তিনটে আপাতত আইপিএলের পয়েন্ট তালিকার শীর্ষস্থানে রয়েছে তারা। অপরদিকে বিরাট কোহলিরা (Virat Kohli) আর তিনটি ম্যাচের মধ্যে দুটিতেই হেরে লিগ টেবিলে ৮ নম্বরে নেমে গেছে।

গতকাল আরসিবির ব্যাটাররা দুর্দান্ত ব্যাটিং করেছেন। শেষদিকে অসাধারণ ফিনিশ করে দলকে ২০০ রানের গন্ডি টপকাতে সাহায্য করেছিলেন। অধিনায়ক ফ্যাফ দু প্লেসিস ৭৯ রানে অপরাজিত থেকে। আর পাওয়ার প্লে-তে দুর্দান্ত ব্যাটিং করে বিরাট কোহলি গতকাল রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের জন্য বড় রানের ভিত গড়ে দিয়ে গিয়েছিলেন তিনি।

শেষপর্যন্ত তিনি ৪৪ বলে ৬১ রান করে আউট হয়েছিলেন। ৩৫ বলে সম্পন্ন করেছিলেন নিজের অর্ধশতরান। কিন্তু এরপরেও তাকে সমালোচনার মুখে পড়তে হচ্ছে। বিরাট কোহলি নিজের রেকর্ডের কথা ভেবে খেলছিলেন তিনি দলের কথা ভেবে খেলেন না! তাকে নিয়ে এমন মন্তব্যই করেছেন প্রাক্তন কিউয়ি ক্রিকেটার এবং ধারাভাষ্যকার সাইমন ডুল।

simon doull

তিনি নির্দিষ্ট করে উল্লেখ করেছেন যে ৪২ রান থেকে ৫০ অবধি পৌঁছতে বিরাট কোহলি মোট দশটি বল নিয়েছিলেন। আরসিবির রান রেট তখন অনেকটাই কমে গিয়েছিল কারণ বিরাট কোহলি আগ্রাসী ভাবে শুরু করায় তিনি ক্রিজে থাকাকালীন অধিনায়ক দু প্লেসিস ধীরস্থির ভাবে খেলছিলেন। পরে ম্যাক্সওয়েল মারকাটারি ব্যাটিং করলেও বিরাট কোহলি তখন যে ধীরগতিতে ব্যাটিং করেছেন তাতেই ম্যাচের ভাগ্য নির্ধারণ হয়ে গিয়েছিল।

পরিসংখ্যান বলছে বিরাট কোহলি গতকাল পাওয়ার প্লে চলাকালীন ২৫ বল খেলে ৪২ রান তুলেছিলেন। এটি ছিল তার আইপিএল কেরিয়ারের পাওয়ার প্লে-তে পাওয়া সবচেয়ে বেশি রান। অর্থাৎ বিরাট কোহলি নিজের ইনিংসের বাকি ১৯ রান করতে নিয়েছিলেন ১৯ টি বল। ঠান্ডা মাথায় ভাবলে সত্যিই বোঝা যাবে যে খুব একটা ভুল দাবি করেননি কিউয়ি ধারাভাষ্যকার।


Reetabrata Deb

সম্পর্কিত খবর