আর নেই চিন্তা, এবার এই কার্ড দিয়ে পেট্রোল-ডিজেল কিনুন সস্তায়! দাম পড়বে অনেক কম

বাংলা হান্ট ডেস্ক: বর্তমান সময়ে ক্রমশ বাড়ছে পেট্রোল-ডিজেলের (Petrol-Diesel) চাহিদা। পাশাপাশি পাল্লা দিয়ে বাড়ছে জ্বালানির দামও। এমতাবস্থায়, আপনিও যদি জ্বালানির এহেন ক্রমবর্ধমান দামের জেরে রীতিমতো জর্জরিত হয়ে থাকেন সেক্ষেত্রে বর্তমান প্রতিবেদনে আজ আমরা এমন একটি উপায় আপনাকে জানাবো যেটি আপনার জ্বালানির দামের চিন্তাকে অনেকটাই কমিয়ে দেবে।

মূলত, IDFC FIRST Bank, HPCL এবং RuPay-র সহযোগিতায় একটি কো-ব্র্যান্ডেড ফুয়েল ক্রেডিট কার্ড (Co-Branded Fuel Credit Card) লঞ্চ করেছে। এই কার্ডের মাধ্যমে পেট্রোল এবং ডিজেল কিনলে ৬.৫ শতাংশ পর্যন্ত সাশ্রয় হবে। অর্থাৎ, আপনি যদি ১,০০০ টাকার পেট্রোল-ডিজেল কেনেন সেক্ষেত্রে ৬৫ টাকা লাভ হবে। এই প্রসঙ্গে IDFC FIRST Bank একটি বিবৃতির মাধ্যমে জানিয়েছ যে, HPCL-IDFC FIRST Bank ক্রেডিট কার্ড ব্যবহারকারীরা HP Pay অ্যাপের মাধ্যমে পেট্রোল এবং ডিজেল কেনার ক্ষেত্রে ৬.৫ শতাংশ পর্যন্ত সাশ্রয় করতে পারবেন। এদিকে, ওই ৬.৫ শতাংশ পর্যন্ত সাশ্রয়ের মধ্যে HPCL-এর তরফে রয়েছে, ১.৫ শতাংশ ক্যাশব্যাক, সারচার্জ ওয়েভার এবং ভ্যালু ব্যাক।

গ্রাহকদের জন্য দুই ধরণের ক্রেডিট কার্ড: এই প্রসঙ্গে জানিয়ে রাখি যে, সমগ্ৰ দেশজুড়ে ২০,০০০-এরও বেশি HPCL রিটেল আউটলেট রয়েছে। এমতাবস্থায়, HPCL-IDFC FIRST Bank ক্রেডিট কার্ডে RuPay নেটওয়ার্কও যুক্ত থাকবে। পাশাপাশি, HPCL-IDFC FIRST Bank ক্রেডিট কার্ডের মাধ্যমে পেট্রোল-ডিজেল, ইউটিলিটি, লাইফস্টাইল এবং বিভিন্ন আকর্ষণীয় মার্চেন্ট অফার সহ একাধিক সুবিধা পাবেন ব্যবহারকারীরা। উল্লেখ্য যে, HPCL-IDFC FIRST Bank ক্রেডিট কার্ডটির দু’টি ভেরিয়েন্ট রয়েছে। সেগুলি হল ফার্স্ট পাওয়ার এবং ফার্স্ট পাওয়ার প্লাস। IDFC FIRST Bank তার ওয়েবসাইট, অ্যাপ, নির্বাচিত শাখা এবং HPCL পাম্পের অবস্থান অনুযায়ী এই দুই ধরণের কার্ড ইস্যু করে।

কার্ডের ফিচার্স এবং সুবিধা: HPCL-IDFC FIRST Bank ক্রেডিট কার্ডের ফার্স্ট পাওয়ার ভেরিয়েন্টের জন্য জয়েনিং ফিস হল ১৯৯ টাকা। পাশাপাশি, এই ক্রেডিট কার্ডের ফার্স্ট পাওয়ার প্লাস ভেরিয়েন্টের ক্ষেত্রে ব্যবহারকারীকে ৪৯৯ টাকার জয়েনিং ফিস দিতে হয়। তবে, প্রারম্ভিক অফারের আওতায় HPCL-IDFC FIRST Bank ক্রেডিট কার্ডের উভয় ভেরিয়েন্টের গ্রাহকদেরকেই কোনো জয়েনিং ফিস ছাড়াই এই সুবিধা দেওয়া হচ্ছে। এদিকে, ফুয়েল এফিশিয়েন্ট ক্রেডিট কার্ডের উভয় ভেরিয়েন্টের বার্ষিক চার্জ ফার্স্ট পাওয়ার ভেরিয়েন্টের জন্য ১৯৯ টাকা এবং ফার্স্ট পাওয়ার প্লাস ভেরিয়েন্টের ক্ষেত্রে ৪৯৯ টাকা নির্ধারণ করা হয়েছে। এই ক্রেডিট কার্ডের সুদের হার বছরে ৯ শতাংশেরও কম। পাশাপাশি, এই কার্ডে ব্যবহারকারীর ভ্যালু ব্যাকের সুবিধাও পান।

HPCL-IDFC FIRST Bank ক্রেডিট কার্ডের ফার্স্ট পাওয়ার ভেরিয়েন্ট ব্যবহারকারীদের জ্বালানি এবং LPG ক্রয়ের ক্ষেত্রে রিওয়ার্ড পয়েন্টস হিসেবে ২.৫ শতাংশ ভ্যালু ব্যাক ও FasTag টপ-আপ, গ্রোসারি, ইউটিলিটি খরচ সহ অন্যান্য এলিজিবেল খরচের ক্ষেত্রে দ্বিগুণ রিওয়ার্ড মিলবে।

hpcl idfc first bank fuel credit card

অপরদিকে, ফার্স্ট পাওয়ার প্লাস ভেরিয়েন্ট ব্যবহারকারীরা জ্বালানি এবং LPG ক্রয়ের ক্ষেত্রে রিওয়ার্ড পয়েন্টস হিসেবে ৪ শতাংশ পর্যন্ত ভ্যালু ব্যাক পাবেন। এছাড়াও, FasTag টপ-আপ, গ্রোসারি, ইউটিলিটি খরচের ক্ষেত্রে ৫ গুণ রিওয়ার্ড মিলবে। পাশাপাশি, অন্যান্য এলিজিবেল খরচের ক্ষেত্রে ৩ গুণ রিওয়ার্ড পাওয়া যাবে।

Sayak Panda
Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর