বেহালার চুড়িদারের দোকানের পর এবার নদিয়ার কাপড়ের হাট! যেখানে সেখানে মিলছে OMR শিট

বাংলাহান্ট ডেস্ক : এবার কলকাতা বিশ্ববিদ্যালয়ের (Calcutta University) ওএমআর শিট উদ্ধার হল নদীয়ার করিমপুরের একটি কাপড়ের হাটে। করিমপুর থানা এলাকায় এই ঘটনাকে কেন্দ্র করে মঙ্গলবার ব্যাপক চাঞ্চল্য ছড়ায়। হাটে স্থানীয় একটি সংগঠনের মিটিং চলছিল। সেই সময় নজরে আসে ওএমআর শিটগুলি। ইতিমধ্যেই সেগুলি হস্তান্তর করা হয়েছে পুলিশের কাছে। বিষয়টি নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক তরজা।

সোমবার সন্ধ্যায় নদীয়ার (Nadia) করিমপুরের হাটে এক হকারের স্টল থেকে এই ওএমআর শিটগুলো উদ্ধার হয়। সেই সময় একটি সাহিত্য সংগঠনের মিটিং চলছিল ওই জায়গায়। মিটিং চলাকালীন সংগঠনের কিছু সদস্য প্রথম এই ওএমআর শিটগুলি দেখতে পান। এরপর স্বাভাবিকভাবেই শোরগোল পড়ে যায় হাট জুড়ে। জানা যায়, এগুলি ২০১৬ ও ২০১৮ সালে কলকাতা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষার উত্তরপত্র।

খবর পাওয়ার পর পুলিশ এসে উদ্ধার করে নিয়ে যায় ওএমআর শিটগুলি। কলকাতা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষার উত্তরপত্র কিভাবে নদীয়ার হাটে এলো সেই বিষয়ে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সাথে পুলিশ কথাবার্তা চালাচ্ছে। কে বা কারা ওই জায়গায় উত্তরপত্রগুলি রাখল সেই বিষয়ে শুরু হয়েছে তদন্ত। মহকুমা পুলিশ আধিকারিক এ বিষয়ে বলেছেন, ‘‘দাবিহীন ওএমআর শিটগুলো সংরক্ষিত রাখা হয়েছে। আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।’’

omr sheet

প্রসঙ্গত, কিছুদিন আগেই বেহালার 14 নম্বর বাসস্ট্যান্ডের কাছে একটি কাপড়ের দোকান থেকে উদ্ধার হয় ওএমআর শিট (OMR Sheet) । পরে জানা যায় সেগুলি কলকাতা বিশ্ববিদ্যালয়ের। অভিযোগ ওই দোকানদার পাইকারি দামে কুর্তি আনতে গেছিলেন ধর্মতলায়। দোকান সাজাতে গিয়ে কুর্তির মধ্যে মেলে এই উত্তরপত্রগুলি। সব মিলিয়েই বলা যায়, ওএমআর শিট নিয়ে আলোচনা যেন এখন বঙ্গ রাজনীতিতে অন্যতম চর্চিত বিষয়।


Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর