জ্বলে ওঠার আগেই ফুস ‘ফুলকি’, মিঠাই রানীর জায়গা নেওয়া কি অতই সোজা!

বাংলাহান্ট ডেস্ক: চ্যানেলে সিরিয়াল (Serial) শেষ হওয়ার ধুম। নতুন, মাঝারি, পুরনো মিলিয়ে বেশ কিছু মেগা নাকি শেষ হওয়ার অপেক্ষায় রয়েছে। এই তালিকায় নাম রয়েছে জি বাংলার জনপ্রিয় সিরিয়াল ‘মিঠাই’ এরও (Mithai)। চলতি এপ্রিলেই নাকি শেষ হওয়ার কথা ছিল এই সিরিয়ালের। মিঠাইয়ের জায়গা নিতে আগমন ঘটতে চলেছে নতুন সিরিয়াল ‘ফুলকি’র-ও (Fulki)। কিন্তু শেষ মুহূর্তে ভাল খবর এল মিঠাইপ্রেমীদের জন্য।

এখনই শেষ হচ্ছে না মিঠাই। এপ্রিলেই সিরিয়াল শেষ হয়ে যাওয়ার যে গুঞ্জন শোনা গিয়েছিল তা আপাতত সত্যি হচ্ছে না। টেলিপাড়া সূত্রে খবর, শুরু হওয়ার আগেই নাকি সমস্যা তৈরি হয়েছে নতুন সিরিয়াল ফুলকি নিয়ে। মে মাসের শুরুতেই পর্দায় চলে আসার কথা ছিল ফুলকি’র। কিন্তু সঠিক সময়ে সিরিয়ালের শুটিংই নাকি শুরু করা যায়নি।

fulki

শুধু তাই নয়, নায়িকা চূড়ান্ত হয়ে গেলেও নায়ক এখনো বাছা হয়নি। চিত্রনাট্যেও নতুন করে কিছু বদল আনা হচ্ছে। তাই সব মিলিয়ে শুটিং শুরু হতে অনেকটাই দেরি হয়েছে। এমতাবস্থায় মে মাসের শুরুর দিকে ফুলকির সম্প্রচার শুরু করা সম্ভব নয়। এছাড়াও শোনা যাচ্ছে, ফুলকির সম্প্রচার তাড়াতাড়ি করে শুরু করার কোনো পরিকল্পনাও নেই চ্যানেলের। কারণ দু বছর কাটিয়ে ফেলার পরেও সেরা দশের মধ্যে রয়েছে মিঠাইয়ের টিআরপি।

সবথেকে পুরনো্ সিরিয়াল হলেও মিঠাইয়ের জনপ্রিয়তা দেখার মতো। ইতিমধ্যেই সিরিয়াল শেষের গুঞ্জন নিয়ে চ্যানেলের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছে মিঠাই ভক্তরা। তাই দর্শকদের চটাতে চাইছে না চ্যানেল। ফলস্বরূপ সিড মিঠাইকে এখনি বিদায় দিতে হচ্ছে না দর্শকদের।

প্রসঙ্গত, নতুন সিরিয়াল ফুলকির প্রোমো চলে এসেছে ইতিমধ্যে। নায়িকা ফুলকি হাঁপানির রোগ নিয়েও চায় বক্সার হতে। বক্সিংয়ে পুরস্কার জিতে মায়ের ডায়ালিসিস করাতে চায় ফুলকি। মেয়ে হয়ে আর হাঁপানির রোগী হয়েও কীভাবে নিজের বক্সিংয়ের স্বপ্ন পূরণ করবে ফুলকি, সেটা জানা যাবে গল্প শুরু হলে।


Niranjana Nag

সম্পর্কিত খবর