AI আঁকল ২১ বছর বয়সী শ্রী রামচন্দ্রকে! কেমন দেখতে ছিলেন তিনি? তাক লেগে যাবে ভগবানের রূপ দেখে

বাংলা হান্ট ডেস্ক : সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে ভগবান শ্রী রামের একটি ছবি। এই ছবিটি অর্থাৎ কৃত্রিম বুদ্ধিমত্তা (Artificial Inteligency) দ্বারা তৈরি।বিজেপি নেতা অরুণ যাদব এই ছবিগুলি শেয়ার করেছেন এবং লেখেন, ‘বাল্মীকি রামায়ণ, রামচরিতমানস সহ সমস্ত বইয়ে দেওয়া বিবরণ অনুসারে, ভগবান শ্রী রামচন্দ্রজির একটি ছবি এআই সফ্টওয়্যারে রেখে তৈরি করা হয়েছে।’

দুটি ছবি শেয়ার করে বিজেপি নেতা আরও লেখেন, ‘২১ বছর বয়সে শ্রীরামচন্দ্র হয়ত এমনই দেখতে ছিলেন।’ এখানে দুটি ছবি, একটি ছবিতে শ্রীরামকে হাসতে দেখা যাচ্ছে অপর ছবিতে যদিও তাঁর মুখ সহজ ও সরল। এই দুটি ছবিই সোশ্যাল মিডিয়ায় শেয়ার করছেন অনেকেই।

সাম্প্রতিক কালে কৃত্রিম বুদ্ধিমত্তা আঁকা নানা ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। এর মধ্যে রয়েছে ইতিহাসের বহু বিখ্যাত মানুষের সেলফি। এআই কল্পনা থেকে এঁকেছে সে সব ছবি। এবার সেই তালিকায় ঢুকে গেল রামায়ণ। রামায়ণের ঘটনা বাস্তবে ঘটেছিল, নাকি তা কল্পনা— তা নিয়ে বাআছে। কিন্তু সত্যিই যদি রামায়ণের ঘটনা ঘটে থাকে, তাহলে সেই উপাখ্যানের পাত্র-পাত্রীদের কেমন দেখতে হতে পারে? এআই-এর কাছে রাখা হয়েছিল এমন প্রশ্ন। তার বদলে সে এঁকে দিল ছবি।

রামায়ণের চরিত্রদের এআই দিয়ে ফুটিয়ে তুলেছেন এক ব্যক্তি। শচীন স্যামুয়েল নামে ওই ব্যক্তি নিজের লিংকডইন প্রোফাইলে এই ছবিগুলি শেয়ার করেছেন। রামায়ণের রচয়িতা বাল্মিকীকে দিয়ে এই সিরিজ শুরু করেছেন তিনি। ভগবান রূপে নয়, বনবাসে থাকাকালীন সাধারণ মানুষের মতোই রাম-লক্ষণের ছবি নির্মান করেছেন তিনি।

ভারতীয় নারী হিসেবে সীতাকে মোহময়ী রূপে গড়ে তুলেছেন শচীন। ফর্সার বদলে ডাস্কি বিউটিতে তাঁকে বেশি ভালো লাগছে। সাধারণের মাঝে অসাধারণ একেই বলে। এরই মধ্যে সামনে এক ২১ বর্ষীয় যুবক রামচন্দ্রের ছবি। তবে এই ছবি নিয়ে প্রশংসার পাশাপাশি বিতর্কও দানা বেঁধেছে। এই ছবি শ্রী রামকে দেখানো হয়েছে গৌরবর্ণ অর্থাৎ ফর্সা। কিন্তু রামায়ণ অনুসারে রামচন্দ্রের গায়ের রং ছিল নীলাভ। শুধু তাই নয়, রামায়ণে বর্ণিত তাঁর নীল রঙের চোখও এখানে আঁকা হয়নি বলেই মনে করছেন অনেকে।

Sudipto

সম্পর্কিত খবর