বাংলা হান্ট নিউজ ডেস্কঃ গতকাল চলতি মরশুমে নিজেদের প্রথম জয় তুলে নিয়েছে মুম্বাই ইন্ডিয়ান্স (Mumbai Indians)। নিজেদের প্রথম দুই ম্যাচে বিরাট কোহলির (Virat Kohli) রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর (RCB) এবং মহেন্দ্র সিংহ ধোনির (MS Dhoni) চেন্নাই সুপার কিংসের (CSK) কাছে হারার পর অবশেষে ডেভিড ওয়ার্নারের দিল্লি ক্যাপিটালসকে (Delhi Capitals) হারিয়ে জয় পেয়েছেন রোহিতরা (Rohit Sharma)। হাড্ডাহাড্ডি ম্যাচে লড়াই গড়িয়েছিল শেষ বল পর্যন্ত। কিন্তু টিম ডেভিড এবং ক্যামেরন গ্রিন নিজেদের স্নায়ুর চাপ সামলে মুম্বাইকে জয় উপহার দেন।
কালকের এই জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন রোহিত শর্মা। ২০২১ সালের আইপিএলের পর তিনি কাল ফের একবার মিলিয়ন ডলার লিগে অর্ধশতরানের মুখ দেখেছেন। গতকাল অভিষেক পোড়েল বাংলাদেশের প্রেসার মুস্তাফিজুর রহমানের বলে একটি অসাধারণ ক্যাচ নিয়ে তাকে ড্রেসিংরুমে না ফেরালে মুম্বাই অনেক আগেই ম্যাচটি জিতে নিতে পারতো।
কাল শুরু থেকেই দিল্লির বোলারদের ওপর আক্রমণ শানিয়েছিলেন হিটম্যান। মাঝে তার ভুলে অপর ওপেনার ঈশান কিষান রানা আউট হন। কিন্তু এই ঘটনা থামিয়ে রাখতে পারেনি তার ব্যাটকে। তিলক ভার্মার সঙ্গে বড় পার্টনারশিপ গড়ে তিনি মুম্বাইকে জয়ের দোরগোড়ায় এনে দাঁড় করিয়ে দিয়েছিলেন।
কাল ৪৫ বলে ৬টি চার এবং ৪টি ছক্কা সহ ৬৫ রান করে আউট হয়েছিলেন তিনি। প্রথম দুই ম্যাচে ব্যাট হাতে ব্যর্থ হলেও এদিন তাকে সঠিক ছন্দে দেখা দিয়েছে। সেই সঙ্গে আইপিএলের ইতিহাসে নিজের ১৯ তম ম্যাচের সেরার পুরস্কারটিও তুলে নিয়েছেন নিজের হাতে। এই ব্যাপারে অন্য কোনও ভারতীয় ক্রিকেটার তার ধারে কাছেও নেই।
আইপিএলে সর্বোচ্চ ম্যাচের সেরা পুরস্কার জয়ী ভারতীয় ক্রিকেটারদের তালিকা:
১. রোহিত শর্মা (১৯)
২. মহেন্দ্র সিংহ ধোনি (১৭)
৩. ইউসুফ পাঠান (১৬)
৪. বিরাট কোহলি (১৪)
৫. সুরেশ রায়না (১৪)
৬. গৌতম গম্ভীর (১৩)
ফিরহাদ হাকিমের কুমন্তব্যে তোলপাড় রাজ্য! কুণাল বললেন ‘ওই বিপ অংশ…’