বাংলা হান্ট নিউজ ডেস্কঃ রাজ্যের ক্রিকেটারদের নিজ রাজ্যের আইপিএল ফ্র্যাঞ্চাইজিতে সুযোগ না দেওয়া নিয়ে খুব অনেকদিন ধরেই বাংলার বেশকিছু ক্রিকেটপ্রেমীদের মধ্যে বর্তমান। ২০১৩ সালের পর থেকে আর কোনও বাঙালি বা বাংলার হয়ে ঘরোয়া ক্রিকেট খেলা ক্রিকেটারকে কলকাতা নাইট রাইডার্স নিজেদের দলে জায়গা দেয়নি। এই নিয়ে বাংলায় যেমন ক্ষোভ রয়েছে তেমনি ক্ষোভ রয়েছে তামিলনাড়ুতেও।
এবার মহেন্দ্র সিংহ ধোনির চেন্নাই সুপার কিংস দলকে নিষিদ্ধ করার দাবি উঠল তামিলনাড়ু বিধানসভায়। পিএমকে দলের বিধায়ক এসপি ভেঙ্কটেশরণের বক্তব্য অনুযায়ী নিজেদেরকে চেন্নাইয়ের দল বা তামিলনাড়ুর দল হিসেবে দাবী করলেও এবং তামিলনাড়ুর মাটিতে বিজ্ঞাপন থেকে বড় অংকের টাকা আয় করলেও তামিলনাড়ুর কোন ক্রিকেটারকে এখন সুযোগ দিচ্ছে না দলে।
ভেঙ্কটেশ্বরণ আরও দাবি করেছেন যে তামিলনাড়ুর রাজ্যে যথেষ্ট প্রতিভাবান ক্রিকেটার রয়েছেন। তা সত্ত্বেও একজনও এমন ক্রিকেটারকে সুযোগ না দেওয়া যথেষ্ট অপমানজনক ব্যাপার তামিলনাড়ুর পক্ষে। তার মতে রাজ্যের ক্রিকেটারদের যে দলে সুযোগ দেওয়া হয় না, তেমন দলকে নিষিদ্ধই করে দেওয়া উচিত।
চেন্নাই সুপার কিংস সম্প্রতি এমন কোনও ক্রিকেটারকে দলে না নিলেও অতীতে মুরলী বিজয় বা রবিচন্দ্রন অশ্বিনের মতো ভূমিপুত্ররা দীর্ঘদিন চেন্নাইয়ের হয়ে মাঠ কাঁপিয়েছেন। তাদের পারফরম্যান্সে ভর করে আইপিএল খেতাবও জিতেছে ধোনির দল। কিন্তু এবার রাজ্যের ক্রিকেটার দলে না থাকার ব্যাপারটি বিধানসভা অবধি গড়ানোয় কিছুটা আশ্চর্য হয়েছেন সকলেই।
এরই মধ্যে মহেন্দ্র সিংহ ধোনি আজ অধিনায়ক হিসেবে নিজের ২০০ তম ম্যাচে আইপিএলে নেতৃত্ব দিতে চলেছেন চেন্নাই সুপার কিংসকে। এর আগে এমন মাত্র দুটি মরশুম গিয়েছে যেখানে মহেন্দ্র সিংহ ধোনি গোটা মরশুমে দলকে নেতৃত্ব দেননি। আইপিএলে তিনি শুধুমাত্র স্টিভ স্মিথ এবং রবীন্দ্র জাদেজার নেতৃত্বে খেলেছেন। এই ঐতিহাসিক মুহূর্তটি তিনি স্মরণীয় করে রাখতে পারেন কিনা সেদিকে নজর থাকবে সকলের।