গঙ্গার তলা দিয়ে মেট্রো ছুটবে এই বছরেই! প্রকাশ্যে এল ধর্মতলা-হাওড়া পাতালপথে যাত্রা শুরুর সময়

বাংলাহান্ট ডেস্ক : সবকিছু ঠিকঠাক থাকলে হয়তো এ বছরই গঙ্গার নিচ দিয়ে চলাচল শুরু করবে মেট্রো। বুধবার এমনটাই জানানো হয়েছে কলকাতা মেট্রো রেলের পক্ষ থেকে। মেট্রোর দুটি রেক বুধবার ধর্মতলা থেকে গিয়ে পৌঁছায় নবনির্মিত হাওড়া ময়দান স্টেশনে। কলকাতা মেট্রোর জেনারেল ম্যানেজার (জিএম) পি উদয়শঙ্কর রেড্ডি ছিলেন সেই রেকের একটিতে।

মেট্রোর পক্ষ থেকে স্পষ্টভাবে জানিয়ে দেওয়া হয়, পরীক্ষামূলকভাবে এখনই গঙ্গা নিচ দিয়ে মেট্রো ছুটবে না। বিভিন্ন রকমের পরীক্ষা-নিরীক্ষার পরে বাণিজ্যিকভাবে শুরু হবে এই মেট্রোর চলাচল। এ প্রসঙ্গে কলকাতা মেট্রোর জিএম বলেছেন, কলকাতা শহরের জন্য এটি এক ঐতিহাসিক মুহূর্ত। ট্রায়াল চলবে আগামী সাত মাস। এটি ছিল ট্রায়াল রানের প্রস্তুতি পর্ব। এটা ট্রায়াল রান নয়।

বুধবার সাংবাদিক বৈঠক করে মেট্রো কর্তা জানিয়েছেন, সবকিছু ঠিকঠাক থাকলে আগামী ডিসেম্বর মাস থেকে যাত্রী নিয়ে চলাচল শুরু করবে এই মেট্রো। অর্থাৎ নতুন ইংরেজি বছর শুধু হওয়ার আগে দুই শহরের বাসিন্দারা পেতে চলেছেন নতুন উপহার। প্রাথমিকভাবে মেট্রো চালানো হবে হাওড়া ময়দান থেকে এসপ্লানেড স্টেশন পর্যন্ত।

এই মেট্রো শুরু হলে শহর ও শহরতলীর বাসিন্দাদের ব্যাপক সুবিধা হবে বলে মনে করা হচ্ছে। মেট্রো রেলের মুখ্য জনস‌ংযোগ আধিকারিক কৌশিক মিত্রে বলেছেন, এক ঐতিহাসিক মুহূর্ত কলকাতা মেট্রোর জন্য। বহু বাধা অতিক্রম করার পর আমরা দুটি রেক হাওড়া পর্যন্ত নিয়ে যেতে পেরেছি। ভারতীয় রেল বিশেষ উপহার দিতে চলেছে দুই শহরের বাসিন্দাদের।

Kolkata metro

গঙ্গার নীচে ভূগর্ভস্থ সুড়ঙ্গ অতিক্রম করে বুধবার সকাল ১১টা ৫২ মিনিটে মেট্রোর প্রথম রেকটি পৌঁছায় হাওড়ায় (Howrah)। কিছুক্ষন পর পৌঁছায় দ্বিতীয় রেকটি। মেট্রো কর্তৃপক্ষ (Metro Railway) জানিয়েছে, এই দুটি রেক আপাতত থাকবে হাওড়া ময়দান স্টেশনেই। ওখান থেকেই শুরু হবে ট্রায়াল রান (Trial Run)।

Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর