প্রকাশ্য রাস্তায় লিপলক, নিক প্রিয়াঙ্কাকে দেখে অবাক নেটপাড়া

Published On:

বাংলাহান্ট ডেস্ক : ভালোবাসা মানে না বয়স। মানে না কোনও বাধা। সেই কথাই প্রমাণ করেছিলেন প্রিয়াঙ্কা-নিক। নিজের থেকে বয়সে অনেকটাই ছোট নিক জোনসকে (Nick Jones) বিয়ে করেছেন বলিউড অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া (Priyanka Chopra)। সুখেই করছেন সংসার। পেয়েছেন মাতৃত্বের স্বাদ। সর্বদাই রঙিন থাকেন তাঁরা। একে অপরের প্রতি ভালোবাসা জাহির করতে কখনই পিছু পা হননা এই জুটি। যদিও বয়সের পার্থক্যের কারণেই বারবার ট্রোলিং এর শিকার হতে হয় তাঁদের।

যদিও সেসব বিষয়ে পাত্তা দিতে নারাজ এই তারকা জুটি। একে অপরকে প্রেম নিবেদন করতে সবসময় ব্যস্ত থাকেন তারা। সম্প্রতি লন্ডনের পথে রোম্যান্টিক মুডে দেখা গেল নিক-প্রিয়াঙ্কাকে। সোশ্যাল মিডিয়া ভাইরাল সেই ছবি।

Priyanka-Nick

ভাইরাল হওয়া ছবিতে দেখা যাচ্ছে, গাড়ির মধ্যেই নিককে জড়িয়ে ধরে ঠোঁটে চুমু খাচ্ছেন প্রিয়াঙ্কা। এই ছবি প্রকাশ্যে আসতেই উন্মাদনার ঝড় বয়ে গেছে ভক্তদের মধ্যে। কমেন্ট বক্সে সকলেই ভরিয়ে দিয়েছেন ভালোবাসা। একজন লিখেছেন, ‘আমি থাকলে হয়তো জানলার কাঁচটা সরিয়ে দিতাম’। অন্য আরেকজন লিখলেন, ‘সবচেয়ে হট প্যারেন্টস’।

Priyanka-Nick

উল্লেখ্য, মাত্র কয়েকদিন আগেই নিক এবং মেয়ে মালতি মেরি চোপড়া জোনাসকে নিয়ে ভারতের মাটিতে পা রেখেছিলেন প্রিয়াঙ্কা। হাজির হয়েছিলেন নীতা মুকেশ আম্বানির কালচারাল সেন্টারের উদ্বোধনে। তাঁর আগামী ছবি ‘সিটাডেলের’ এর প্রচারও সারেন অভিনেত্রী।

 

View this post on Instagram

 

A post shared by Jerry x Mimi 😍 (@jerryxmimi)

আগামীতে তাঁকে দেখা যাবে ‘লাভ অ্যাগেইন’ এবং ‘হেটস অফ দ্যা স্টেট’ ছবিতে। ২০১৬ সালে মুক্তি পাওয়া জার্মান সিনেমা ‘এসএমএস ফর দিচ’ ছবির অনুকরণেই তৈরি হচ্ছে ‘লাভ অ্যাগেইন’ ছবিটি। যদিও প্রথমে এই ছবির নাম দেওয়া হয়েছিল ‘ইটস অল কামিং ব্যাক টু মি’। তবে পরবর্তীতে নাম পরিবর্তন করে রাখা হয় ‘লাভ অ্যাগেইন’। ছবিতে নিক কোন চরিত্রে ধরা দেবেন সে সম্পর্কে এখনও কিছুই জানা যায়নি।

X