বাংলা হান্ট ডেস্ক: সময়টা মোটেও ভালো যাচ্ছে না পাকিস্তানের (Pakistan)। একের পর এক সঙ্কটে রীতিমতো জর্জরিত ওই দেশ। এমনিতেই পাকিস্তান বর্তমানে চরম আর্থিক সঙ্কটের মধ্যে রয়েছে। যার ফলে যত দিন এগোচ্ছে ততই ভয়াবহ হচ্ছে সামগ্রিক পরিস্থিতি। এমনকি, খাদ্যেরও অভাব পরিলক্ষিত হয়েছে পাকিস্তানে।
মূলত, চিন সমেত আরও একাধিক দেশের কাছ থেকে ঋণ নেওয়া পাকিস্তানের অবস্থা এখন এতটাই খারাপ যে সেখানকার জনগণনদের মধ্যে একমুঠো খাদ্যের জন্য রীতিমতো হাহাকার তৈরি হয়েছে। আসলে, পাকিস্তান ৫ টি বড় ধাক্কা পেয়েছে। যার জন্য এহেন পরিস্থিতির সম্মুখীন হয়েছে ওই দেশ। এমনকি, IMF থেকে শুরু করে ADB পর্যন্ত পাকিস্তানের “গ্রোথ”-এর উপর আর ভরসা রাখতে পারছে না। এমতাবস্থায়, চলুন জেনে নিই কোন ৫ টি কারণে পাকিস্তানের এই দশা হয়েছে।
প্রথম ধাক্কা: মূলত, পাকিস্তান প্রথম ধাক্কাটি পেয়েছে IMF অর্থাৎ আন্তর্জাতিক মুদ্রা তহবিল থেকে। IMF ২০২৩-এর অর্থবর্ষে পাকিস্তানের গ্রোথ রেট ০.৫ শতাংশ হতে পারে বলে অনুমান করেছে।
দ্বিতীয় ধাক্কা: IMF জানিয়েছে, চলতি অর্থবর্ষে দেশটির বেকারত্বের হার ৬.২ শতাংশ থেকে বেড়ে ৭ শতাংশ হতে পারে।
তৃতীয় ধাক্কা: এদিকে, ইতিমধ্যেই বিশ্ব ব্যাঙ্কের অনুমান অনুযায়ী জানা গিয়েছে, চলতি অর্থবর্ষে পাকিস্তানের অর্থনৈতিক বৃদ্ধির হার হতে পারে ০.৪ শতাংশ।
চতুর্থ ধাক্কা: পাকিস্তান চতুর্থ ধাক্কাটি পেয়েছে এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাঙ্কের (ADB) কাছ থেকে। ADB পাকিস্তানের গ্রোথ রেটের অনুমানকে কমিয়ে ০.৬ শতাংশ করেছে।
পঞ্চম ধাক্কা: পাকিস্তানের উপর ঋণের অত্যধিক বোঝার আবহে ওই দেশের ক্রমাগত চাহিদা সত্বেও IMF বেলআউট প্যাকেজের কিস্তি রিলিজ করেনি। এই প্রসঙ্গে জানিয়ে রাখি যে, পাকিস্তান বেশ কয়েকমাস যাবৎ IMF-এর কাছ থেকে ১.১ বিলিয়ন ডলারের সাহায্যের অপেক্ষায় রয়েছে। যা এখনও IMF মঞ্জুর করেনি।