নিয়োগ দুর্নীতিতে অভিষেকের নাম আসার পর এবার মুখ খুললেন চাকরিপ্রার্থীরা, বললেন…

বাংলা হান্ট ডেস্কঃ বঙ্গের নিয়োগ দুর্নীতি (Recruitment Scam) নিয়ে তোলপাড় রাজ্য। গত বছর থেকে একে একে বিভিন্ন তৃণমূল নেতা মন্ত্রীদের নাম জড়িয়েছে শিক্ষক কেলেঙ্কারি ইস্যুতে। আর এবার হঠাৎই নিয়োগ দুর্নীতি মামলার শুনানিতে আদালতে উঠে এসেছে তৃণমূলের যুবরাজ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) নাম। যা নিয়ে বর্তমানে তোলপাড় রাজ্য-রাজনীতি। ভিন্ন ভিন্ন মত সবার। তবে নিয়োগ দুর্নীতিতে প্রথম অভিষেকের নাম শুনে কী বলছেন আন্দোলনরত চাকরিপ্রার্থীরা (Job Protesters)?

রাজ্যের বঞ্চনার অভিযোগে মাসের পর মাস রাস্তায় বসে দিন কাটাচ্ছেন হকের চাকরিপ্রার্থীরা। নিয়োগ মামলায় অভিষেকের প্রসঙ্গ উঠে আসায় তাদের কথা উচ্চপদস্থদের হাত না থাকলে নীচুস্তরে এত দুর্নীতি হওয়া কখনও সম্ভব নয়। তারা আরও বলেন, তদন্তের স্বার্থে যদি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ডাকা হলে তাহলে তাকেও যেতে হবে, দোষ করলে শাস্তিও পেতে হবে।

প্রসঙ্গত, শিক্ষক কেলেঙ্কারি কাণ্ডে ধৃত হুগলীর প্রাক্তন যুব তৃণমূল নেতা কুন্তল ঘোষ (Kuntal Ghosh) গতকাল ইডি, সিবিআইয়ের বিরুদ্ধে কলকাতা পুলিশের কাছে অভিযোগপত্র জমা দিয়েছেন। যা নিয়ে তোলপাড় রাজ্য-রাজনীতি। জেলবন্দি কুন্তলের অভিযোগ, কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা তার মুখ দিয়ে জোর করে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম বলানোর চেষ্টা করছে।

এই নিয়ে লিখিত অভিযোগ জানিয়ে কলকাতা পুলিশের দ্বারস্থ হয়েছেন এই বহিষ্কৃত তৃণমূল নেতা। হেস্টিংস থানায় অভিযোগ কুন্তল। অন্যদিকে, নিয়োগ দুর্নীতিতে ধৃত কুন্তল ঘোষের চিঠি সংক্রান্ত মামলায় প্রয়োজনে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে প্রশ্ন করতে পারবে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই এবং ইডি। গতকাল এমনটাই নির্দেশ দিয়েছে আদালত।

high court

এর আগেও নিয়োগ দুর্নীতি মামলায় নাম জড়িয়েছে একের পর এক হেভিওয়েটের। গ্রেফতারও হয়েছেন অনেকে। জেলবন্দি রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী থেকে শুরু করে বহুজনা। এবার সেই মামলাতেই উঠে আসল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম। এই প্রসঙ্গেই এবার মুখ খুললেন আন্দোলনকারী চাকরি প্রার্থীরাও। এক আন্দোলনরত প্রার্থী বলেন, ‘ইডি-সিবিআই সম্পর্কে আদালতে অভিষেকের নাম এসে থাকলে, তকে যেতে হবে। দোষী হলে শাস্তিও পেতে হবে।’

আরেক আন্দোলকারী চাকরিপ্রার্থী বলেন, এরপর একের পর এক হেভিওয়েটের নাম আসবে, কিন্তু তাদের ন্যায্য হকের চাকরি তারা কবে পাবেন সেই বিষয়ে কোনো নিশ্চয়তা নেই। আরেক আন্দোলনকারী আবার বলেন, ‘প্রথম থেকেই জানতাম যে রাঘব-বোয়ালরা যুক্ত। এটা সবাই বুঝতে পেরেছিল যে হেভিওয়েট ছাড়া কোনওভাবে এই দুর্নীতি সম্ভব নয়। শুধু অভিষেক নয়, আরও অনেক প্রভাবশালীদের নাম আসবে এরপর।’

Sharmi Dhar
Sharmi Dhar

শর্মি ধর, বাংলা হান্ট এর রাজনৈতিক কনটেন্ট রাইটার। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত ।

সম্পর্কিত খবর