৬ বছরে ১০০০০ বেশি এনকাউন্টার, ২৩১২৫ অপরাধী গ্রেফতার! মাফিয়াদের মাথায় বাজ যোগিরাজ্যে

বাংলা হান্ট ডেস্ক : ২০১৭ সালে উত্তরপ্রদেশের (Uttar Pradesh) মসনদে আসার পরই রাজ্যকে অপরাধমূলক কাজ এবং দুষ্কৃতীদের কবল থেকে মুক্ত করার শপথ নেন মুখ্যমন্ত্রী যোগি আদিত্যনাথ (Yogi Adityanath)। দুর্নীতির সাথে কোনও রকম আপস করবে না, এই মন্ত্রেই রাজ্যের পুলিশ-প্রশাসনকেও অবাধ ক্ষমতা দেওয়া হয়। বৃহস্পতিবার যোগি সরকারের পক্ষ থেকে এক পরিসংখ্যান সামনে আনা হয়, আর তা দেখেই চোখ কপালে ওঠার জোগাড়।

তথ্য অনুযায়ী, গত ৬ বছরে ১০৭১৩ ‘এনকাউন্টার’ (Encounters) হয়েছে যোগির উত্তরপ্রদেশে। এর মধ্যে ৬৩ জন দুষ্কৃতীকে নিকেশ করা হয়েছে। তবে সেই সঙ্গে এনকাউন্টারের সময় একজন পুলিস আধিকারিকও শহিদ হয়েছেন বলে জানা যাচ্ছে। রাজ্যের আইনশৃঙ্খলা বজায় রাখতে উত্তরপ্রদেশ সরকার মাফিয়া, দুষ্কৃতীদের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি গ্রহণ করে, আর তাতেই এই পরিসংখ্যান।

yogi encounter

সরকারি পরিসংখ্যান অনুযায়ী, সে রাজ্যের মীরাটেই এরমধ্যে সবচেয়ে বেশি এনকাউন্টার হয়েছে। ২০১৭ সাল থেকে শুরু করে এখন পর্যন্ত সেখানে হওয়া মোট এনকাউন্টারের সংখ্যা ৩ হাজার ১৫২টি। এরপরেই রয়েছে আগ্রা, সেখানে এখনও পর্যন্ত ১ হাজার ৮৪৪টি এনকাউন্টারের তথ্য সামনে এসেছে। যাতে এনকাউন্টারে প্রাণ হারিয়েছে ৬৩ জন অপরাধী। আহতদের সংখ্যা ১ হাজার ৭০৮। তবে এই ঘটনায় একজন পুলিস আধিকারিক প্রাণ হারানোর পাশাপাশি ৪০১ জন পুলিসকর্মী আহত হয়েছেন। এমনটাই দাবি করা হয়েছে সরকারি তথ্যে।

যদিও সম্প্রতি লখনউ-এর এডিজি প্রশান্ত কুমার একটি সাংবাদিক বৈঠকে বলেন, ‘পুলিসের সঙ্গে সংঘর্ষে এ পর্যন্ত ১৭৮ জন অভিযুক্ত মারা গিয়েছেন। এই এনকাউন্টারে আমাদের যে বাহাদুর সঙ্গীরা শহিদ হয়েছেন, তাদের সংখ্যা ১৫। ১৪২৫ জন পুলিস কর্মী আহত হয়েছেন।’ পাশাপাশি এই সব এনকাউন্টার সুপ্রিম কোর্টের নির্দেশিকা মেনে করা হয়েছে বলেও মন্তব্য করেন তিনি।

সরকারি তথ্য অনুযায়ী, এই গোটা সময়কালের মধ্যে উত্তরপ্রদেশে ৫ হাজার ৯৬৭ জন ধরা পড়েছে বলেও জানানো হয়েছে। যেই সংখ্যাটা সত্যিই অবাক করার মতো। যোগি প্রশাসন পক্ষ থেকে জানানো হয়েছে, আদিত্যনাথ ক্ষমতায় আসার পর থেকেই আইন শৃঙ্খলার উন্নতি হতে শুরু করে। দুর্নীতি দমনে ‘জিরো টলারেন্স’ নীতি গ্রহণ করারই সুফল এই পরিসংখ্যান। যদিও যোগির এই ‘এনকাউন্টার’ নীতির বিরুদ্ধে নানা সময় বিরোধীদের সরব হতে দেখা গিয়েছে।

Sudipto

সম্পর্কিত খবর