বাংলাহান্ট ডেস্ক : ব্রিটিশ প্রধানমন্ত্রী (British counterpart) ঋষি সুনকের (Rishi Sunak) সাথে বৃহস্পতিবার দীর্ঘক্ষণ ফোনে কথা হয় ভারতের প্রধানমন্ত্রী (Prime Minister) নরেন্দ্র মোদির (Narendra Modi)। এদিনের ফোনে নরেন্দ্র মোদি দুটি আর্জি রাখলেন ঋষির কাছে। ব্রিটেনের প্রধানমন্ত্রীর কাছে ভারতবিরোধী শক্তির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আর্জি জানান মোদি।
মনে করা হচ্ছে সাম্প্রতিককালে ব্রিটেনে ভারতীয় দূতাবাসের উপর খালিস্থানপন্থীদের হামলার প্রেক্ষিতে মোদি এই আর্জি জানিয়েছেন। পাশাপাশি জানা গেছে, বৃহস্পতিবারের কথাবার্তায় দুই দেশের প্রধানমন্ত্রীর কথা হয়েছে ব্রিটেনে বসবাসকারী ঋণ খেলাপি ভারতীয়দের এদেশে প্রত্যার্পণের বিষয় নিয়েও। উল্লেখ্য, ভারতের বিভিন্ন ব্যাংক থেকে কোটি কোটি টাকা ঋণ নিয়ে ব্রিটেনে গিয়ে বাস করছেন বিজয় মালিয়া, নীরব মোদির মত শিল্পপতিরা।
এইসব ঋণ খেলাপীদের ভারতে ফিরিয়ে আনার উদ্যোগ অতিতেও নেওয়া হয়েছে। কিন্তু বিভিন্ন আইনি জটিলতার কারণে তা এখনো সম্ভব হয়ে ওঠেনি। অপরদিকে, খালিস্তানি নেতা আমৃতপাল সিংহর সহযোগীদের গ্রেপ্তারির প্রতিবাদে মার্চ মাসে খালিস্তানপন্থীরা হামলা চালায় ব্রিটেনের ভারতীয় দূতাবাসে। এই ঘটনার পর তীব্র ভাষায় ক্ষোভ প্রকাশ করে ভারত।
ব্রিটেনের পক্ষ থেকেও কড়া ভাষায় নিন্দা করা হয় এই ঘটনার। জানা গিয়েছে, বৃহস্পতিবারের ফোনালাপে দুই দেশের প্রধানমন্ত্রী বাণিজ্যিক ও অর্থনৈতিক সহযোগিতা বৃদ্ধির ব্যাপারে কথা বলেছেন। আসন্ন জি-টোয়েন্টি সম্মেলনে সব রকম ভাবে ভারতের পাশে ব্রিটেন থাকবে বলেও জানিয়েছেন ঋষি। এছাড়াও এদিন মোদি ঋষিকে আসন্ন বৈশাখির শুভেচ্ছাও জানান ফোনে।