বাংলা হান্ট নিউজ ডেস্কঃ আজ আইপিএলে দিনের প্রথম ম্যাচে একে অপরের মুখোমুখি হতে চলেছে ধুঁকতে থাকা দিল্লি ক্যাপিটালস এবং বেকায়দায় পড়ে যাওয়া রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। চলতি টুর্নামেন্টে একেবারেই ভালো ছন্দে নেই বিরাট কোহলি এবং ডেভিড ওয়ার্নারের দল। আজ জিতলে দিল্লি চলতে মরশুমে প্রথম জয় পাবে। অপরদিকে আরসিবি জিতলে টানা ২ ম্যাচে হারের ধাক্কা কাটিয়ে কিছুটা ঘুরে দাঁড়াবে।
আজ ১৫ই এপ্রিল ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে মাঠে নামার আগে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর তাদের বিখ্যাত সবুজ জার্সি পরে ম্যাচের দিন সম্পর্কে বিস্তারিত বিবরণও প্রকাশ করেছে। চলতি আইপিএলের ৩২ তম ম্যাচে অর্থাৎ ২৩ শে এপ্রিল রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে এই সবুজ জার্সি পড়ে মাঠে নামবে তারা। ২০১১ সাল থেকে পরিবেশ বিষয়ক বিভিন্ন বিষয়ে সচেতনতা জারি করতে মরসুমে অন্তত একবার এই জার্সি গায়ে চাপান বিরাট কোহলিরা।
আজ দুপুরের ম্যাচে দুই দল মুখোমুখি হবে ব্যাঙ্গালোরের চিন্নাস্বামী স্টেডিয়ামে। ব্যাঙ্গালোরের পরিবেশ এবং পিচ বড় রানের জন্য একেবারে আদর্শ। খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে এমনটা কেউই আশা করছেন না। তবে দুপুরের ম্যাচে প্রথমে ব্যাট করে বিপক্ষের ওপর বড় রানের বোঝা চাপিয়ে দেওয়াটাই খুব সম্ভবত সিদ্ধান্ত নেবে টস জয়ী অধিনায়ক।
আজ আরও একবার আরসিবির ভরসা হয়ে উঠতে পারেন বিরাট কোহলি। দিল্লির হাতে একাধিক ভালো স্পিনার নেই। সেই সুযোগটা কাজে লাগিয়ে বড় রানের দিকে এগোতেই পারেন তিনি। ডেথ ওভারে ঝড়ের গতিতে রান তোলার দায়িত্ব থাকবে গ্লেন ম্যাক্সওয়েলের ওপর। অপরদিকে দিল্লি তাকিয়ে থাকবে ডেভিড ওয়ার্নারের দ্রুতগতির ব্যাটিংয়ের আশায়। তিনি রান করছেন বটে তবে যে গতিতে রান করছেন সেটা দলকে ক্ষতিগ্রস্তই করছে। বোলিং এবং ব্যাটিং দুই ক্ষেত্রেই অক্ষর প্যাটেলের উপর বড় দায়িত্ব থাকবে।
সম্ভাব্য আরসিবি একাদশ: বিরাট কোহলি, ফ্যাফ দু প্লেসিস, মহিপাল লোমরোর, গ্লেন ম্যাক্সওয়েল, শাহবাজ আহমেদ, অনুজ রাওয়াত, ওয়েন পার্নেল, ওয়ারিন্দু হাসারঙ্গা, হর্ষল প্যাটেল, মহম্মদ সিরাজ
সম্ভাব্য দিল্লি ক্যাপিটালস একাদশ: ডেভিড ওয়ার্নার, পৃথ্বী শ, মিচেল মার্শ, মনীশ পান্ডে, যশ ধুল, ললিত যাদব, অভিষেক পোড়েল, অক্ষর প্যাটেল, কুলদীপ যাদব, অনরিখ নোকিয়া, মুস্তাফিজুর রহমান