ODI বিশ্বকাপ খেলতে পারবেন বুমরা আর শ্রেয়স? জবাব দিলেন BCCI সচিব জয় শাহ

বাংলা হান্ট নিউজ ডেস্কঃ চলতি আইপিএলে (IPL 2023) একাধিক তারকা ভারতীয় ক্রিকেটের মাঠে নামতে পারছেন না চোট আঘাতের কারণে। এতে আইপিএল কিছুটা জৌলুস হারিয়েছে তা নিয়ে কোনও সন্দেহ নেই। শুধুমাত্র ভারতীয় নয় অনেক বিদেশী ক্রিকেটাররাও চোটের কারণে আইপিএল থেকে সরে দাঁড়াতে বাধ্য হয়েছেন। দুই ভাগ মিলিয়ে এদের মধ্যে সবচেয়ে বড় দুই তারকা হলেন ভারতের তারকা ফাস্ট বোলার যশপ্রীত বুমরা (Jasprit Bumrah) এবং তারকা ব্যাটার শ্রেয়স আইয়ার (Shreyas Iyer)।

এর মধ্যে শ্রেয়স ছিলেন কলকাতা নাইট রাইডার্স দলের অধিনায়ক। তার অনুপস্থিতিতে বাধ্য হয়েই নির্দেশ রানার ওপর অধিনায়কত্বের ভার চাপাতে হয়েছে কেকেআর ম্যানেজমেন্টকে। তার বদলে গুজরাটের ২০ বছর বয়সী অলরাউন্ডার আর্য দেশাইকে দলে নিয়েছে নাইট ম্যানেজমেন্ট। পিঠের সমস্যার কারণে ছিটকে গিয়েছেন শ্রেয়স।

বুমরা অবশ্য দীর্ঘদিন ধরেই পিঠের চোটের কারণে ভুগছিলেন। তাকে যে পাওয়া যাবে না গোটা আইপিএলে সেই ব্যাপারটা বছরের শুরু থেকেই অনেকটা নিশ্চিত হয়ে গিয়েছিল। আইপিএল শুরু হওয়ার পর সন্দীপ ওয়ারিয়রকে ৫০ লক্ষ টাকায় দলে নিয়েছে রোহিত শর্মারা। দুজনেই ভারতীয় দলের অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশ। এখন প্রশ্ন হচ্ছে তারা কি সময় মত সুস্থ হয়ে উঠতে পারবেন ওডিআই বিশ্বকাপ শুরু হওয়ার আগে?

এবার এই প্রশ্নের জবাব দিয়েছে বিসিসিআই। জয় শাহ জানিয়েছেন যে নিউজিল্যান্ডে বুমরার পিঠের অপারেশন সম্পন্ন করা হয়েছে। তিনি আর পিঠে চোট অনুভব করছেন না। ছয় সপ্তাহ পর তাকে রিহ্যাব শুরু করার পরামর্শ দিয়েছেন স্পেশালিস্টরা। আশা করা যায় যে বিশ্বকাপের আগেই তিনি সম্পূর্ণ সুস্থ হয়ে উঠবেন।

আগামী সপ্তাহে শ্রেয়স আইয়ারের অপারেশন শুরু হবে বলে জানিয়েছে বিসিসিআই। কেরিয়ারের কথা ভেবেই অপারেশন সময় মতন করিয়ে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে নাইট অধিনায়ক। এই পিঠার চোটের কারণে তিনি চলতি বছরে অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ডের বিরুদ্ধে ওডিআই সিরিজ মাঠে নামতে পারেননি। তবে তিনি কবে থেকে আবার রিহ্যাব শুরু করতে পারবেন সেই ব্যাপারে এখনো কোনও স্পষ্ট তথ্য দিতে পারেননি বিসিসিআই সচিব জয় শাহ।

 

Reetabrata Deb

সম্পর্কিত খবর