বাংলা হান্ট নিউজ ডেস্কঃ অসাধারণ অর্ধশতরান করলেন বিরাট কোহলি (Virat Kohli)। কিন্তু দল তার মান রাখতে পারল না। তার ৩৪ বলে ৫০ রানের ইনিংস সত্ত্বেও আজ নিজেদের ঘরের মাঠে ব্যাটিং-বান্ধব উইকেটে ১৭৪ রানের বেশি তুলতে পারল না আরসিবি (RCB)। আজ যদিও আরসিবির প্রতিপক্ষ দিল্লি ক্যাপিটালস অধিনায়ক ডেভিড ওয়ার্নার টসে জিতে প্রথমে ব্যাটিং করতে পাঠিয়েছিলেন আরসিবিকে।
ফ্যাফ দু প্লেসিস খুব বেশিক্ষণ না টিকলেও দলকে একটি ভালো স্টার্ট দিয়ে গিয়েছিলেন ১৬ বলে ২২ রান করে। ভালো ছন্দে ব্যাটিং করছিলেন মহিপাল লোমরোরও। আইপিএল কেরিয়ারে ৪৭ তম অর্ধশতরান পেয়েছেন বিরাট আজকে। কিন্তু অর্ধশতরান সম্পূর্ণ করার পর একটি ফুলটস বলে ছক্কা মারতে গিয়ে ডিপ মিড উইকেটে ধরা পড়েন বিরাট। সেখান থেকেই আরসিবির অস্বস্তি শুরু।
মাঝে ম্যাক্সওয়েল অত্যন্ত আগ্রাসী ব্যাটিং করে ১৪ বলে ২৪ রান করলেও ম্যাচের মাঝামাঝি পরপর তিন বলে তিন উইকেট হারায় আরসিবি। দীনেশ কার্তিক কোনও রান না করেই ড্রেসিংরুমে ফেরেন। পরিস্থিতি এতটাই খারাপ হয়ে গিয়েছিল যে একজন অতিরিক্ত ব্যাটারের খোঁজে অনুজ রাওয়াতকে প্রথম ইনিংসেই ইম্প্যাক্ট প্লেয়ার হিসেবে মাঠে আনে আরসিবি ম্যানেজমেন্ট।
কিন্তু ২২ বল খেলে মাত্র একটি ৪ সহ ১৫ রান করে দলকে আরো বিপদের মধ্যে ফেলে রেখে যান অনুজ রাওয়াত। হয়ে দুটি করে উইকেট নিয়েছেন মিচেল মার্শ এবং কুলদীপ যাদব। শেষদিকে বাংলার রঞ্জি দলের তারকা ক্রিকেটার শাহবাজ আহমেদ ১২ বলে ২০ রান না করলে ১৬০-এর গণ্ডিও টপকাতে পারতো না আরসিবি।
তবে রান তারা করতে নেমে প্রথম ওভারেই পৃথ্বী শ-কে হারিয়ে ফেলেছে দিল্লি ক্যাপিটালস। এরপর দ্বিতীয় ওভারে বড় শট মারতে গিয়ে আউট হন মিচেল মার্শ। ওয়েন পার্নেলের শিকার হয়েছেন তিনি। এরপর তৃতীয় ওভারে সিরাজের শিকার হয়ে ফিরে গিয়েছেন যশ ধুলও।