‘আমি দুর্নীতিগ্রস্ত হলে, দুনিয়ার কেউ সৎ নয়”, CBI তলবের পর নিজেকে দরাজ সার্টিফিকেট কেজরিবালের

বাংলা হান্ট ডেস্ক : আগামী সপ্তাহের সোমবার বেলা ১১ টায় সিবিআই (CBI) দফতরে ডেকে পাঠানো হয়েছে দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকে (Arvind Kejriwal)। দিল্লির আবগারী দুর্নীতি মামলায় (Excise Duty Scam) তাঁকে জিজ্ঞাসাবাদের জন্য সমন পাঠিয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই। আজ শনিবারই এক সাংবাদিক সম্মেলনে সেই ইস্যুতে মোদি সরকারের বিরুদ্ধে সুর চড়া করেন দিল্লির মুখ্যমন্ত্রী কেজরিওয়াল।

তদন্তে কিছু না পেয়ে আদালতেও মিথ্যাচার করছে ইডি-সিবিআই। মদ কেলেঙ্কারিতে সমন পাওয়ার পরই পালটা অভিযোগ করলেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের (Arvind Kejriwal)। শুধু তাই নয়, কেন্দ্রীয় এজেন্সিগুলির বিরুদ্ধে আদালতে মামলা করার হুঁশিয়ারিও দেন দিল্লির মুখ্যমন্ত্রী।

Untitled design 2022 08 27T145306.971

দিল্লির মদ কেলেঙ্কারিতে শুক্রবারই কেজরিওয়ালকে সমন পাঠিয়েছে সিবিআই। আগামী রবিবার তাঁকে সিবিআই (CBI) দফতরে ডেকে পাঠানো হয়েছে। সূত্রের খবর, আবগারি মামলায় তাঁকে জিজ্ঞাসাবাদ করতে চায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। এই আবগারি মামলাতেই গ্রেফতার হয়ে এই মুহূর্তে জেলবন্দি দিল্লির উপ-মুখ্যমন্ত্রী মণীশ সিসোদিয়া।

সিবিআই সূত্রের খবর, মণীশকে জিজ্ঞাসাবাদে এমন সূত্র বেরিয়ে এসেছে, যে কেজরিওয়ালকে জিজ্ঞাসাবাদের প্রয়োজন পড়েছে। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইতিমধ্যেই আদালতে জানিয়েছে, মদ কেলেঙ্কারির ১০০ কোটি টাকা গিয়েছে আম আদমি পার্টির গোয়ার ভোটপ্রচারে।

কেজরিওয়ালের অভিযোগ, সিবিআই আপ বিধায়ক নেতাদের ওপর অত্যাচার চালাচ্ছে যাতে পছন্দসই বিবৃতি পায়। তিনি দাবি করেন, সিবিআই ও ইডির আনা অভিযোগগুলি ভিত্তিহীন। এদিন কেজরিওয়াল বলেন,’যদি সিবিআইকে বিজেপি বলে থাকে, আমাকে গ্রেফতার করতে, আমি তাহলে তা কী করে অমান্য করি?’ তিনি বলছেন, ‘কোনও দুর্নীতিই যখন হয়নি, তখন অত্যাচার করা হচ্ছে যাতে ভয় দেখিয়ে বিবৃতি বের করা যায়।’ কেজরিওয়ালের দাবি, যে ১০০ কোটি টাকার দুর্নীতির কথা বলা হচ্ছে, সেই ১০০ কোটি টাকাই নেই। তার কোনও প্রমাণও নেই।

Sudipto

সম্পর্কিত খবর