বাংলা হান্ট নিউজ ডেস্কঃ তাদের দুজনকে কেন্দ্র করে বিতর্ক চলেছিল ২০২১ সালের শেষ দিক থেকে ২০২২ সালের একটা বড় অংশ জুড়ে। আজ দীর্ঘদিন পর তারা একে অপরের মুখোমুখি হওয়ার সুযোগ পেয়েছিলেন আইপিএলের (IPL 2023) মঞ্চে। একজন বসেছিলেন ডাগআউটে, নিজের দলকে প্রয়োজনীয় পরামর্শ দেওয়ার জন্য। অপরজন মাঠে নেমেছিলেন দলকে জেতাতে। আর সামনে থেকে নিজের দল আরসিবিকে (RCB) নেতৃত্ব দিয়ে সৌরভ গঙ্গোপাধ্যায়ের (Sourav Ganguly) দিল্লি ক্যাপিটালসের (Delhi Capitals) বিরুদ্ধে জয় এনে দিলেন বিরাট কোহলি (Virat Kohli)।
তাদের মধ্যে যে অত্যন্ত খারাপ সম্পর্ক সেটা ম্যাচের পরে আরও একবার প্রমাণিত হলো। ম্যাচ শেষে দুই দলের ক্রিকেটার সাপোর্ট স্টাফ কোচ সকলে একে অপরের সঙ্গে করমর্দন করছিলেন। কিন্তু বিরাট কোহলি এবং সৌরভ গঙ্গোপাধ্যায় দুজনেই একে অপরকে সম্পূর্ণ উপেক্ষা করেন। বিরাট কোহলি, সৌরভ পেছনে আছেন দেখি পন্টিংয়ের সঙ্গে হাত মিলিয়ে তার সঙ্গে কথা বলতে শুরু করেন। সৌরভ বিরাট কোহলির জন্য অপেক্ষা না করে সঙ্গে সঙ্গে তার পরের ক্রিকেটারের সঙ্গে হাত মিলিয়ে এগিয়ে যান। সোশ্যাল মিডিয়ায় এখন এই ভিডিওটি ভাইরাল।
Virat kohli Ignore Ganguly not even handshake .its call karma ganguly never mess with king kohli👍👍👍 pic.twitter.com/IeHjmvI32S
— Radhe krishna🇮🇳 (@king_Virat140) April 15, 2023
বিরাট কোহলি যখন ওডিআই ও টি-টোয়েন্টি ফরম্যাটের অধিনায়কত্ব ছেড়ে দেন তখন সৌরভ দাবি করেছিলেন যে তিনি বিরাটকে পরামর্শ দিয়েছেন নিজে সিদ্ধান্ত ফের একবার বিবেচনা করার জন্য। কিন্তু বিরাট কোহলি পরে একটি সাক্ষাৎকারে জানিয়েছিলেন যে ওডিআই অধিনায়কত্ব তিনি ছাড়েননি তার কাছ থেকে কেড়ে নেওয়া হয়েছে এবং টি-টোয়েন্টি অধিনায়কত্ব ছাড়া নিয়ে বিবেচনা করার জন্য তাকে কেউ অনুরোধ জানায়নি। পরোক্ষভাবে সৌরভকে মিথ্যাবাদী বলে দাবি করেছিলেন কোহলি। সেই থেকেই তাদের মধ্যে চলতে থাকা ঠান্ডা লড়াই সকলের সামনে আসে।
আজ আরসিবি ভালো ব্যাটিং করেছে এমনটা একেবারেই বলা যাবে না। সত্যি কথা বলতে বিরাট কোহলির অর্ধশতরানটি না থাকলে তারা কত রান করতে পারতেন সেই নিয়ে প্রশ্নচিহ্ন থেকেই যায়। ৩৩ বলে ৫০ রান করে নিজের দলকে একটি বড় রানের ভিত গড়ে দিয়েছিলেন বিরাট। এমন নয় যে এটি বিরাট কোহলির সেরা ইনিংসগুলির মধ্যে একটি। তা সত্ত্বেও তিনি অর্ধশতরান সম্পূর্ণ করে যেভাবে বুক চাপড়ে উদযাপন করেন, তা দেখে স্পষ্ট হয়ে যায় অনেকের কাছেই যে সেইটি কার উদ্দেশ্যে বার্তা ছিল।
আরসিবির দেওয়া ১৭৫ রানের টার্গেট তাড়া করতে নেমে ১৫১ রানের বেশি তুলতে পারেনি দিল্লি। মনীশ পান্ডে (৫০), অক্ষর প্যাটেল (২১) এবং আমন খান (১৮) কিছুটা চেষ্টা করলেও সেগুলি যথেষ্ট ছিল না ম্যাচ জয়ের জন্য। আজ আরসিবির জার্সিতে অভিষেকেই দুর্দান্ত বোলিং করেছেন বিজয় কুমার বিশাখ। নিজের ৪ ওভারে মাত্র ২০ রান দিয়ে ৩ টি উইকেট নেন তিনি। দুটি উইকেট নিয়েছেন মহম্মদ সিরাজ। একটি করে উইকেট পেয়েছেন পার্নেল, হাসারাঙ্গা এবং হর্শল প্যাটেল। বিরাট কোহলি আজ তিনটে ক্যাচও নিয়েছেন।
দিনের শেষে প্রশ্ন ওঠে রিকি পন্টিং, সৌরভ গঙ্গোপাধ্যায়ের মত থিঙ্ক ট্যাংকরা দলের সঙ্গে যুক্ত থাকলেও এত খারাপ অবস্থা কেন দিল্লির! টুর্নামেন্টের শুরুতেই পরপর পাঁচ ম্যাচ খেলে কার্যত টপ ফোরের দৌড় থেকে ছিটকে গিয়েছেন তারা। আজ বিরাট কোহলির আগ্রাসন দেখেই বোঝা যাচ্ছিল যে তিনি সৌরভ গঙ্গোপাধ্যায়ের বিরুদ্ধে জবাব দেওয়ার উদ্দেশ্যেই মাঠে নেমেছেন। আর সেই লক্ষ্যে পুরোপুরি সফলও হয়েছেন তিনি।