বাংলা হান্ট ডেস্ক : সকাল থেকে আকাশের মুখ গোমড়া। সঙ্গে প্যাচপ্যাচে গরম। অস্বস্তির আবহাওয়ার আপাতত তেমন কোনও পরিবর্তনের সম্ভাবনা নেই। আলিপুর আবহাওয়া দফতর (Alipore Weather Office) জানিয়েছে, সাগর থেকে জলীয় বাষ্প স্থলভাগের দিকে প্রবেশ করছে। যে কারণে আগামী সপ্তাহের মাঝামাঝি ঝড়-বৃষ্টির সম্ভাবনা। তবে এব্যাপারে আবহাওয়া দফতর কোনো নিশ্চয়তা দিতে পারেনি।
এক নজরে আজকের আবহাওয়া :
সর্বোচ্চ তাপমাত্রা : ৪১.৮°সেলসিয়াস
সর্বনিম্ন তাপমাত্রা : ৩১.৭° সেলসিয়াস
আর্দ্রতা : ৯২%
বাতাস : ১২ কিমি/ঘন্টা
মেঘে ঢাকা : ৫৯%
কলকাতার আবহাওয়া : কলকাতা এবং সংলগ্ন এলাকাতে আপাতত আকাশ পরিষ্কারই থাকবে। যদিও তাপপ্রবাহ এবং আর্দ্রতা মিলে আবহাওয়া বেশ অস্বস্তিকর থাকবে। কলকাতার আবহাওয়া থাকবে ৪১ ও ২৯ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে। সারাশহর জুড়েই চলবে তাপপ্রবাহ।
উত্তরবঙ্গের আবহাওয়া : উত্তরবঙ্গের সব জেলার আবহাওয়াই শুকনো থাকবে আপাতত। আগামী পাঁচ দিনে পাহাড়ের জেলাগুলোতে আবহাওয়া পরিবর্তন না হলেও সমতলের বিভিন্ন জেলায় তীব্র দাবদাহ থাকবে। দক্ষিণবঙ্গের মতো উত্তরবঙ্গে কিন্তু তাপপ্রবাহের কোনও পূর্বাভাস নেই।
দক্ষিণবঙ্গের আবহাওয়া : দক্ষিণবঙ্গের জেলাগুলির জন্য ১৯ এপ্রিল পর্যন্ত তাপপ্রবাহজনিত সতর্কতার কারণে অরেঞ্জ অ্যালার্ট জারি করা হয়েছে। এই সময়ের মধ্যে দক্ষিণবঙ্গের জেলাগুলির কোনও কোনও জায়গায় অস্বস্তির আবহাওয়ার সঙ্গে তাপপ্রবাহজনিত পরিস্থিতি তৈরির সম্ভাবনা। এই একই সময়ের জন্য উত্তরবঙ্গের জেলাগুলিতে ইয়লো অ্যালার্ট জারি করা হয়েছে।
আগামীকালের আবহাওয়া : সোমবার অবধি আবহাওয়ার রূপ এমনই থাকবে যে বলেই জানিয়েছে মৌসমভবন। আগামী ৫ দিনেও পশ্চিমবঙ্গের জেলাগুলির তাপমাত্রায় সেরকম পরিবর্তন আসবেনা। দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আগামী পাঁচদিনের জন্য তাপপ্রবাহের সতর্কবার্তা দেওয়া হয়েছে আবহাওয়া দফতরের তরফ থেকে। সাথে বৃষ্টি নিয়েও কোনো পূর্বাভাস দেয়নি মৌসম ভবন।