বাংলা হান্ট ডেস্কঃ গত বছর থেকে নিয়োগ দুর্নীতি (Recruitment Scam) নিয়ে তোলপাড় রাজ্য। কেলেঙ্কারি ইস্যুতে একের পর এক নাম জড়িয়েছে শাসকদলের একাধিক নেতা মন্ত্রীর। নিত্যদিন সেই নিয়ে বিরোধীদের কটাক্ষের মুখে তৃণমূল কংগ্রেস (Trinamool Congress)। আর এবার নিয়োগ দুর্নীতি নিয়ে এবার শাসকদলের বিরুদ্ধে বিস্ফোরক মন্তব্য করে বসলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। জেলায় জেলায় তৃণমূল বিধায়করা এজেন্ট রূপে কাজ করেছেন বলে দাবি তার। সেই নিয়েই এবার বড় মন্তব্য শুভেন্দুর।
ঠিক কী বললেন বিরোধী দলনেতা? শুভেন্দুর দাবি, ”যা পরিস্থিতি, তাতে আগামী ৬ মাসের মধ্যে বিধানসভায় তৃণমূলের বিধায়ক সংখ্যা একশোয় নেমে যাবে।” তার কথায়, ”জেলায় জেলায় তৃণমূল বিধায়করা সবাই এজেন্টের কাজ করতেন। অন্তত ১০০ জন বিধায়ক এজেন্টের কাজ করতেন। চাকরির নামে প্রত্যেকের থেকে ১৫-১৮ লক্ষ টাকা তুলে ১০ লক্ষ টাকা কালীঘাটে পৌঁছে দিতেন, বাকি ৫ থেকে ৮ লক্ষ টাকা নিজেরা রাখতেন। আজ পার্থ চট্টোপাধ্যায় জেলে। এবার সকলেই জেলবন্দি হবেন। আগামী ৬ মাসের মধ্যে বিধানসভায় তৃণমূল বিধায়কের সংখ্যা নেমে যাবে একশোয়।”
অন্যদিকে নন্দীগ্রামের বিধায়কের এই মন্তব্যের পাল্টা রাজ্যসভার তৃণমূলের ডাক্তার সাংসদ শান্তনু সেন বলেন, ”মানসিকভাবে অসুস্থ শুভেন্দু। উনি আগে নিজে আয়নার সামনে দাঁড়ান, তারপর কথা বলবেন।” প্রসঙ্গত, গত দুদিন থেকে নয়া মোড় নিয়েছে বঙ্গের নিয়োগ দুর্নীতি মামলা। শুক্রবার সকালে মুর্শিদাবাদের বড়ঞার তৃণমূল বিধায়ক জীবনকৃষ্ণ সাহার বাড়িতে হানা দিয়েছে সিবিআই। সূত্রের খবর, এখনও চলছে সেই তল্লাশি।
অন্যদিকে, শনিবার নববর্ষের দিন নিয়োগ দুর্নীতি মামলায় একাধিক জায়গায় তল্লাশি চালিয়েছে কেন্দ্রীয় তদন্তকারীদের দল। এদিন নিয়োগ মামলায় ধৃত প্রাক্তন তৃণমূল যুবনেতা কুন্তল ঘোষ ঘনিষ্ঠ গোপাল দলপতির পূর্ব মেদিনীপুরের বাড়িতে পৌঁছে যায় সিবিআই। অন্যদিকে, নিয়োগ দুর্নীতিতে নানা জড়ান দলপতির স্ত্রীর হৈমন্তীর কলকাতার ফ্ল্যাটেও চলে তল্লাশি।
এখানেই শেষ নয়, এদিন ফের নলহাটির প্রাক্তন তৃণমূল নেতা বিভাস রায়চৌধুরীর বাড়িতেও হানা দেয় সিবিআই। পাশাপাশি তার ফ্ল্যাটেও চলে তল্লাশি। সব মিলিয়ে গত দুদিন ধরে নিয়োগ মামলার রহস্যভদ করতে ম্যারাথন তল্লাশি চলছে গোয়েন্দাদের। এরই মাঝে শাসকদলের বিধায়কদের নিশানা করলেন বিরোধী দলনেতা। শুভেন্দুর এই মন্তব্যের পর থেকেই ক্ষোভে ফুসছে গেরুয়া শিবির।