ঘুরতে গিয়েছিলেন পার্কে, টেনে ছিঁড়ে খেল কুকুর! মুসলিম বৃদ্ধের মর্মান্তিক পরিণতি দেখে কেঁপে উঠছে মানুষ

বাংলা হান্ট ডেস্ক : এক বৃদ্ধের মর্মান্তিক মৃত্যু কেঁপে উঠেছে গোটা দেশ। উত্তরপ্রদেশের (Uttar Pradesh) আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ের (Aligarh Muslim University) ক্যাম্পাসের ভিতরে এক ব্যক্তিকে ১০ থেকে ১২টি কুকুর মিলে কামড়ে মেরে ফেলল। ভয়ংকর ঘটনাটি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে লাগানো সিসিটিভি ক্যামেরায় ধরা পড়েছে। যা দেখে আঁতকে উঠছে নেট দুনিয়া।

সম্প্রতি পথ কুকুর নিয়ে বিবাদ চরমে উঠছে দেশজুড়ে। লোকালয়ে কুকুরের তাণ্ডবে অতিষ্ঠ একপক্ষ চরম সিদ্ধান্তের পক্ষে, অন্যদিকে পশুপ্রেমী অপরপক্ষ মানবিকতার প্রশ্নে সরব। এই আবহে ফের পথ কুকুরে হামলায় মৃত্যু হল এক ব্যক্তির।

   

dog attack 2

কয়েক দিন আগেই ছত্তিশগড়ে পাঁচ বছরের এক শিশুকন্যার মৃত্যু হয়েছিল পথ কুকুরের হামলায়। ফেব্রুয়ারিতে কুকুরের কামড়ে এক শিশুর মৃত্যু হয় হায়দরাবাদে। এবার একই ঘটনা ঘটল আলিগড় ক্যাম্পাসে। পুলিস সূত্রে জানা গিয়েছে, কুকুরের হামলায় মৃত্যু হয়েছে ৬৫ বছর বয়সি ড. সফদর আলির। তিনি সিভিল লাইনের বাসিন্দা। রবিবার সকাল সাড়ে ৬টা নাগাদ ক্যাম্পাসের ভেতরে ঘোরাফেরা করছিলেন। তখনই একদল পথ কুকুর দাঁত-নখ বের করে হামলা চালায়।

সিসিটিভি ক্যামেরায় দেখা গিয়েছে, ক্যাম্পাসের উদ্যানে ঘোরাফেরা করছেন বৃদ্ধ। আচমকা ১০-১২টি পথ কুকুর হামলা চালায় তাঁর উপরে। নানাভাবে কুকুরের আক্রমণ থেকে বাঁচার চেষ্টা করেন তিনি। যদিও একাধিক কুকুরের একের পর এক কামড় মেলেনি নিষ্কৃতি। কিছুক্ষণের মধ্যেই রক্তাক্ত সফদর নেতিয়ে পড়েন মাটিতে। এরপরেই কুকুরগুলি সেখান থেকে চলে যায়। কিছু পরে মৃত্যু হয় বৃদ্ধের।

পুলিস সূত্রে জানা গিয়েছে, সকাল সাড়ে ৭টা নাগাদ দেহ চোখে পড়ে এলাকাবাসীর। খবর পেয়ে ঘটনাস্থলে আসে পুলিস। দেহ ময়নাতদন্তে পাঠানো হয়েছে। বিশ্ববিদ্যালয়েরর সিসিটিভি ক্যামেরা খতিয়ে দেখে কুকুরের কামড়ে মৃত্যুর বিষয়ে নিশ্চিত পুলিস।

Avatar
Sudipto

সম্পর্কিত খবর