বাংলা হান্ট ডেস্ক: ইতিমধ্যেই হিন্ডেনবার্গ রিসার্চের (Hindenburg Research) নেতিবাচক রিপোর্টের ধাক্কা ক্রমশ কাটিয়ে ওঠার চেষ্টা করছে আদানি গ্রূপ (Adani Group)। ঠিক সেই আবহেই এবার আদানি গ্রুপের প্রসঙ্গে একটি গুরুত্বপূর্ণ তথ্য সামনে এসেছে। জানা গিয়েছে, আদানি গ্রূপ এবং ফরাসি কোম্পানি টোটালএনার্জিসের যৌথ উদ্যোগে ৬,০০০ কোটি টাকা ব্যয়ে ওড়িশার ধামরায় নির্মিত LNG টার্মিনালে মে মাসের শেষের দিকে বাণিজ্যিক কার্যক্রম শুরু হয়ে যাবে। সোমবার ফরাসি সংস্থাটির তরফে এই তথ্য জানানো হয়েছে।
এই প্রসঙ্গে টোটালএনার্জিস এক বিবৃতির মাধ্যমে জানিয়েছে যে, বার্ষিক ৫ মিলিয়ন টন ক্ষমতাসম্পন্ন এই টার্মিনালটি LNG আমদানির জন্য নির্মিত হয়েছে। জানিয়ে রাখি যে, গত ১ এপ্রিল বিদেশ থেকে LNG-র প্রথম চালান এই টার্মিনালে এসেছিল।
মূলত, হিমায়িত আকারে ২.৬ লক্ষ কোটি টাকার বিটিইউ (ব্রিটিশ থার্মাল ইউনিট) প্রাকৃতিক গ্যাস নিয়ে কাতারের জাহাজ “মিলাহ রাস লাফান” ধামরায় পৌঁছে যায়। এমতাবস্থায়, জানা গিয়েছে এই তেল মে মাসের শেষ নাগাদ টার্মিনালের বাণিজ্যিক কার্যক্রম শুরু করতে ব্যবহার করা হবে।
উল্লেখ্য যে, LNG ইস্পাত তৈরিতে এবং সার উৎপাদনে ব্যবহৃত হয়। পাশাপাশি, এটি CNG এবং LPG-তেও রূপান্তরিত হয়। আদানি পোর্টস অ্যান্ড এসইজেড-এর চিফ এক্সিকিউটিভ অফিসার করণ আদানি ইতিমধ্যেই ধামরা টার্মিনালে গ্যাসের প্রথম চালান পাওয়ার বিষয়ে জানিয়েছিলেন।
আদানি টোটাল প্রাইভেট লিমিটেড: পাশাপাশি, তিনি এটিকে স্বচ্ছ এবং সাশ্রয়ী মূল্যের জ্বালানি সরবরাহ এবং দেশকে কার্বনমুক্ত করার জন্য একটি বড় পদক্ষেপ হিসেবে বর্ণনা করেছেন। আদানি টোটাল প্রাইভেট লিমিটেড এই LNG টার্মিনালটি পরিচালনা করবে যা টোটালএনার্জিস এবং আদানি গ্রুপের যৌথ উদ্যোগ। উল্লেখ্য যে, ধামরা হল দেশের পূর্ব উপকূলে নির্মিত একমাত্র LNG আমদানি টার্মিনাল। অপরদিকে, পশ্চিম উপকূলে পাঁচটি টার্মিনাল রয়েছে।