ক্ষমতার লোভ নেই, দীর্ঘ কেরিয়ারেও রাজনীতিতে আসেননি কেন? অবশেষে উত্তর দিলেন জিৎ

বাংলাহান্ট ডেস্ক: টলিউড সুপারস্টারদের মধ্যে জিৎ (Jeet) এমন একজন মানুষ যিনি শুরু থেকে এখনো পর্যন্ত নিজের কেরিয়ার গ্রাফের উর্দ্ধগতি বজায় রেখেছেন। মূলত বাণিজ্যিক ছবিতে অভিনয় করলেও ভিন্ন ধারার ছবিতেও দেখা গিয়েছে তাঁকে। তবে যে একটা কাজ তিনি কখনোই করেননি সেটা হল রাজনীতিতে পা রাখা।

বর্তমানে টলিউড ইন্ডাস্ট্রির অধিকাংশ অভিনেতা অভিনেত্রীই যুক্ত রাজনীতির সঙ্গে। কেউ কেউ সাংসদ, বিধায়কের মতো পদ আলো করে বসে আছেন। কেউ কেউ আবার দলের গুরুত্বপূর্ণ সদস্য। কয়েকজন আগে রাজনীতিতে যোগ দিলেও পরবর্তীতে ছেড়ে দিয়েছেন রাজনৈতিক জগৎ। কিন্তু জিৎ সেই কতিপয় অভিনেতাদের মধ্যে একজন যিনি কোনোদিনই রাজনীতিতে পা রাখেননি।

jeet

বিগত কয়েক বছরে বাংলা ছবির মান পড়েছে বলে অভিযোগ তুলেছেন দর্শকরা। দেবই একমাত্র অভিনেতা যিনি নিজের ছবি দিয়ে দর্শকদের মন ছুঁতে পারছেন। নয়তো ইন্ডাস্ট্রির অন্যান্যদের দেখাই প্রায় পাওয়া যাচ্ছে না বড়পর্দায়, ছবি হিট হওয়া তো পরের কথা। রাজনীতিতে না এসেও জিতের অবস্থাটাও কিন্তু খুব একটা ভাল নয়। তাঁর মূলধারার ছবিও দেখছেন না দর্শকরা।

অনেকের মতে, অভিনয় কেরিয়ারে সুবিধা করতে না পেরেই রাজনীতির দিকে ঝুঁকছেন অভিনেতা অভিনেত্রীরা। জিৎ তাহলে রাজনীতিতে আসার সিদ্ধান্ত নিচ্ছেন না কেন? সম্প্রতি এমনি প্রশ্নের মুখে পড়েছিলেন অভিনেতা। উত্তরে সপাট মন্তব্যে পালটা সাংবাদিককেই থতমত খাইয়ে দেন তিনি।

জিৎ পালটা প্রশ্ন করেন, কেন যেটা করছি ভাল লাগছে না? সাংবাদিক উত্তর দেন, অবশ্যই ভাল লাগছে। তারপরেই জিৎ বলেন, তাহলে যেটা ভাল লাগছে সেটাই করি। অভিনেতা স্পষ্ট বলেন, তিনি যেটা বোঝেন সেটাই করবেন। যেটা বোঝেন না সেটা করতে যাবেন কেন? কেউ তাঁকে প্রশ্ন করেছিল যে তিনি নাসায় গিয়ে রকেট বানাবেন? তিনি উত্তর দিয়েছিলেন, যেটা পারেন না সেটা বানাতে যাবেন কেন? রাজনীতির ক্ষেত্রেও ব্যাপারটা একই রকম বলে মন্তব্য করেন জিৎ। তিনি সেটা বোঝেন না তাই করতেও যান না।


Niranjana Nag

সম্পর্কিত খবর