অন্নপূর্ণা জয় চন্দননগরের পিয়ালীর! এভারেস্টের পর আরও এক দুর্গম শৃঙ্গকে বশ মানালেন বঙ্গকন্যা

বাংলা হান্ট নিউজ ডেস্কঃ গত বছরই এভারেস্ট (Everest) জয় করে চন্দননগরের মুখ উজ্জ্বল করেছিলেন। এবার ফের একবার ভারতের বুকে চন্দননগরের (Chandannagore) নাম শিরোনামে তুলে আনলেন পর্বতারোহী পিয়ালী বসাক (Piyali Basak)। প্রবল জেদ এবং কঠোর অধ্যাবসায়কে সম্বল করে ৮০৯১ মিটার উচ্চতা বিশিষ্ট অন্নপূর্ণা (Annapurna) শৃঙ্গ জয় করলেন তিনি। এই কীর্তির পর নানান মহল থেকে শুভেচ্ছা জানানো হচ্ছে তাকে।

কিছুদিন আগেই অক্সিজেন ছাড়া সেই বিশেষ শৃঙ্গটি জয়ের চেষ্টা করেছিলেন পিয়ালী। কিন্তু প্রবল প্রতিকূল পরিস্থিতির জন্য পৃথিবীর দশম উচ্চতম শৃঙ্গে আরোহন সেবার সম্ভব হয়নি তার পক্ষে। কিন্তু তিনি নিজের লক্ষ্য থেকে সরে আসেননি। শেষপর্যন্ত কয়েকমাস বেশি অপেক্ষা করতে হলেও নিজের অভীষ্ট লক্ষ্যে পৌঁছতে পেরেছেন তিনি।

গত বছর মে মাসে তিনি এভারেস্ট জয় করেছিলেন এবং তার চার দিন পর পৃথিবীর চতুর্থ উচ্চতম শৃঙ্গ লোৎসে-তে আরোহণ করেছিলেন। অত অল্প দিনের মধ্যে এমন কীর্তিকলায় তখনই তিনি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গিয়েছিলেন। অনেকেই সেই সময় তাকে শুভেচ্ছা জানিয়েছিল। এবারও তার ব্যতিক্রম হয়নি।

piyali basak

আজই অর্থাৎ সোমবার সকাল ৮.৫০ মিনিটে ৮০৯১ মিটার উচ্চতা সম্পন্ন দুর্গম শৃঙ্গটি জয় করেন বঙ্গ কন্যা পিয়ালী। একমাস আগেই তিনি অন্নপূর্ণা ও মাকালু পর্বত শৃঙ্গ জয় করার বাড়ি ছেড়ে ছিলেন। চন্দননগরের মেয়ে এভারেস্ট জয় করার পর নিজের আত্মবিশ্বাস অনেক বেড়ে গিয়েছিল বলে আগেই জানিয়েছিলেন।

তমালি বসাক, যিনি সম্পর্কে পিয়ালীর বোন হন, তিনি সংবাদ মাধ্যমকে জানিয়েছেন যে, নেপালের এজেন্সির কাছ থেকে খবর পেয়েছেন যে অক্সিজেন নিয়েই সোমবার সকালে অন্নপূর্ণা সামিট করেছেন তার দিদি। এবার আর খারাপ আবহাওয়া না পেলেও বিনা অক্সিজেনে চেষ্টা করে দেখেননি তিনি।

 

Reetabrata Deb

সম্পর্কিত খবর