বাংলাহান্ট ডেস্ক : এই মুহূর্তে টালিগঞ্জের অন্যতম একজন ব্যস্ত পরিচালক (Director) রাজ চক্রবর্তী (Raj Chakraborty)। বেশ কয়েকটি হিট সিনেমা দর্শকদের উপহার দেওয়ার পর অন্যতম প্রমিসিং ডিরেক্টর এর জায়গা তিনি দখল করে রেখেছেন। কিন্তু আজ সকালে এল খারাপ খবর। হঠাৎ হাসপাতালে ভর্তি হতে হল টলিউডের খ্যাতনামা পরিচালক রাজ চক্রবর্তীকে।
একটি বেসরকারি হাসপাতালে মঙ্গলবার সকালে তিনি রুটিন চেকাপের জন্য যান। সেখানে তার ইউরিন ইনফেকশন ধরা পড়ে। আজকের দিনটা এরপর তাকে হাসপাতালে রাখার সিদ্ধান্ত নেওয়া হয়। আজ এই পরিচালকের যাবতীয় শারীরিক পরীক্ষা করা হবে। সব রিপোর্ট ঠিক থাকলে আগামীকালই রাজ চক্রবর্তীকে ছেড়ে দেওয়া হতে পারে বলে সূত্রের খবর।
জানা গিয়েছে, রাজ চক্রবর্তীর শারীরিক অবস্থা আপাতত স্থিতিশীল। পরিচালকের স্ত্রী অভিনেত্রী শুভশ্রী গঙ্গোপাধ্যায় জানিয়েছেন চিন্তার কোনও কারণ নেই। জানা গিয়েছে, চিকিৎসকেরা অনুমান করছেন প্রচণ্ড দাবদাহের মধ্যে পর্যাপ্ত পরিমাণ জল পান করেননি রাজ চক্রবর্তী। সেই কারণেই তার শারীরিক সমস্যা দেখা দিয়েছে।
বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির অন্যতম বিখ্যাত মুখ রাজ চক্রবর্তী। চলচ্চিত্র জগৎ ছাড়াও তিনি যোগদান করেছেন রাজনীতিতে। তৃণমূলের টিকিটে তিনি জয়লাভ করেছেন নির্বাচনে। তাই শুধু বিনোদন জগৎ নয়, তার অসুস্থতার খবর পেয়ে দুশ্চিন্তায় রাজনৈতিক মহলও। স্বামীর অসুস্থতার মাঝেই ইনস্টাগ্রামে আদুরে পোস্ট করেছেন স্ত্রী শুভশ্রী।
সেই পোস্টে শুভশ্রী লিখেছেন, “আমার সবকিছু।” পরিচালকের অসুস্থতার কথা সাতসকালেই পোঁছে যায় টলিপাড়ার সাথে যুক্ত রথী মহারথীদের কাছে। রাজের সহকর্মীদের মনে দুশ্চিন্তা বাড়তে থাকে। এছাড়াও, রাজের শারীরিক অবস্থার কথা জানতে পেরে শুভকামনা জানিয়েছেন বহু মানুষ। দ্রুত সুস্থ হয়ে বাড়ি ফিরে আসুন পরিচালক এখন এটাই চাওয়া সবার।