বাড়ির ছাদকে বানিয়েছেন জমি! গামলায় ফলছে সবজি ও ফল, এইভাবেই লক্ষ লক্ষ টাকা আয় করছেন ইনি

বাংলা হান্ট ডেস্ক: আমাদের দেশে লক্ষ লক্ষ মানুষ প্রত্যক্ষভাবে চাষাবাদের (Farming) মাধ্যমেই উপার্জন করেন। আর কৃষিকাজের ক্ষেত্রে যেটা সবথেকে গুরুত্বপূর্ণ সেটা হল কৃষিজমি। তবে, বর্তমান প্রতিবেদনে আজ আমরা আপনাদের কাছে এমন একজন ব্যক্তির প্রসঙ্গ উপস্থাপিত করব যিনি জমি ছাড়াই বিভিন্নরকম চাষ করে সবাইকে অবাক করে দিয়েছেন। প্রথমে শুনে কিছুটা অবিশ্বাস্য মনে হলেও এটা কিন্তু একদমই সত্যি।

বাড়ির ছাদে শুরু করেন চাষ: মূলত, হরিয়াণার কর্নালের বসন্ত বিহারের বাসিন্দা রামবিলাস প্রথম থেকেই চাষাবাদের প্রতি আকৃষ্ট ছিলেন। এমতাবস্থায়, তিনি কৃষিজমির পরিবর্তে বাড়ির ছাদকেই কাজে লাগিয়ে কয়েকটি গামলার মাধ্যমে চাষ শুরু করেন। তবে, বর্তমানে রামবিলাস তাঁর ওই বাগানে চার হাজার গামলায় দেশি-বিদেশি ফল ও সবজি চাষ করছেন।

শুধু তাই নয়, তাঁর এই অভিনব চাষের প্রসঙ্গ এতটাই ছড়িয়ে পড়েছে যে তাঁর অনন্য কৃষিকাজ প্রত্যক্ষ করতে হরিয়াণা সহ উত্তরপ্রদেশ, মহারাষ্ট্র, উত্তরাখণ্ডের মত রাজ্য থেকেও অনেকে ভিড় জমাচ্ছেন। সর্বোপরি, রামবিলাসের এহেন কৃষিকাজের প্রসঙ্গ পৌঁছে গিয়েছে ফ্রান্স, ইংল্যান্ড সহ একাধিক দেশেও।

৮ টি গামলা দিয়ে শুরু করেন চাষ: উল্লেখ্য যে, রামবিলাস ২৫ বছর আগে তাঁর বাড়ির ছাদে মাত্র ৮ টি গামলায় সবজি চাষ শুরু করেন। সম্পূর্ণ জৈব পদ্ধতিতে ওই চাষ করার মাধ্যমে আজ তিনি ৪,০০০ টি গামলায় শাকসবজি এবং ফল চাষ করছেন। শুধু তাই নয়, রামবিলাস ইউটিউবের মাধ্যমে তাঁর চাষের কৌশল তুলে ধরেন। প্রায় ২৫ লক্ষ মানুষ তাঁর ইউটিউব চ্যানেলে যুক্ত হয়েছেন।

173727290 315214136670783 725794484290225338 n 6374b3e02d36e

উল্লেখ্য যে, তাঁর বাগানে রামবিলাস প্রায় সব মরশুমের ফলই চাষ করেন। সবজি, ফল ও ফুলের অজস্র গাছ রয়েছে সেখানে। ওই বাগানে সাদা বেগুন, চিনাবাদাম, কলা, পেয়ারা সহ আরও বিভিন্ন ফল গাছ রয়েছে। সম্পূর্ণ জৈব পদ্ধতিতে চাষের কারণে এই সবজি এবং ফল অত্যন্ত পুষ্টিকরও বটে। উল্লেখ্য যে, রামবিলাস তাঁর বাগানে গাছের শুকনো পাতা ও রান্নাঘরের ভেজা বর্জ্যকে সার হিসেবে ব্যবহার করেন।

Sayak Panda
Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর