হার দিয়েই মোহনবাগানে শেষ এটিকে যুগ! পরের মরশুমের অপেক্ষা সুপার জায়ান্টসদের

বাংলা হান্ট নিউজ ডেস্কঃ হার দিয়েই সুপার কাপে (Super Cup) নিজেদের অভিযান শেষ করলো এটিকে মোহনবাগান (ATK Mohun Bagan)। এর আগের দিনে জামশেদপুরের কাছে হেরে যাওয়ার কারণে সুপার কাপ থেকে ছুটি হয়ে গিয়েছিল জুয়ান ফেরান্দোর দলের। আজকের ম্যাচ ছিল শুধুমাত্র নিয়ম রক্ষার। সমর্থকরা অবশ্য টিভি বা মোবাইলে স্ক্রিনে চোখ রেখেছিলেন নিজেদের প্রিয় দলের জয় দেখবেন বলেই। কিন্তু মরশুমের শেষ ম্যাচে সিনিয়র দল হতাশ করল তাদের।

এই ম্যাচের সাথে সাথে শেষ হলো এটিকে মোহনবাগান যুগের। এরপরে সবুজ মেরুন শিবিরের সিনিয়র দল যখন কোনও সর্বভারতীয় প্রতিযোগিতায় খেলতে মাঠে নামবে তখন তাদের নামের আগে আর এটিকে থাকবে না, যা নিয়ে বিশাল সংখ্যক সমর্থকদের অত্যন্ত আপত্তি ছিল। এর পরের বার থেকে আইএসএল এবং সুপার কাপের মতো প্রতিযোগিতা গুলিতে মোহনবাগান সুপার জায়ান্টস নাম নিয়ে মাঠে নামবেন প্রীতম কোটালরা।

আজ গোটা ম্যাচে বেশ কিছু সুযোগ তৈরি করেও গোল করতে ব্যর্থ হয় এটিকে মোহনবাগান। এরপর ম্যাচের একদম শেষভাগে এসে তাদের গোল হজম করতে হয়। ৮৯ মিনিটে গোল করে এফসি গোয়াকে লিড এনে দেন ফারেস আর্নাউত। গোয়ার সিরিয়ান ডিফেন্ডারের গোল মন ভেঙে দেয় মেরিনার্সদের।

তবে এফসি গোয়া এই ম্যাচ জিতেও কিছু লাভ করতে পারলো না। কারণ তাদের গ্রুপ থেকে জামশেদপুরী শীর্ষস্থানে থেকে যোগ্যতা অর্জন করল নকআউট পর্বের। এটিকে মোহনবাগান গ্রুপের আই লিগের দল গোকুলাম কেরালা এফসিকে উড়িয়ে দিয়ে অভিযান শুরু করেছিল সুপার কাপের। কিন্তু গ্রুপের বাকি দুই আইএসএল দল জামশেদপুর এবং গোয়ার কাছে হতাশার হার মানতে হলো তাদের।

 

Reetabrata Deb

সম্পর্কিত খবর