দলীয় নেত্রীর সঙ্গে প্রতারণা, গুরুতর অভিযোগ কংগ্রেস নেতার বিরুদ্ধে! বাদ গেলেন না রাহুল গান্ধীও

বাংলা হান্ট ডেস্ক : তুলকালাম অসম (Assam)। সে রাজ্যের প্রাক্তন মন্ত্রী অঞ্জন দত্তর (Anjan Dutta) মেয়ে তথা অসম যুব কংগ্রেস প্রধান অঙ্কিতা দত্ত (Ankita Dutta) বিস্ফোরক অভিযোগ করলেন যুব কংগ্রেসের সর্বভারতীয় সভাপতি বিভি শ্রীনিবাসের (B.V. Shrinibas) বিরুদ্ধে। অসমের রাজনীতিতে দত্ত পরিবার চিরকালই গান্ধী ঘনিষ্ঠ হিসেবে পরিচিত। অঙ্কিতার ঠাকুরদাও ইন্দিরা গান্ধীর (Indira Gandhi) ঘনিষ্ঠ ছিলেন। তাঁর বাবা তরুণ গগৈর (Tarun Gagoi) মন্ত্রিসভায় গুরুত্বপূর্ণ দায়িত্ব সামলেছেন। এই রকম পরিবারের এক সদস্য কংগ্রেস নেতর বিরুদ্ধে হেনস্থার অভিযোগ তোলায় তোলপাড় অসম এবং দিল্লির রাজনৈতিক মহল।

অঙ্কিতা রাহুল গান্ধী ও প্রিয়াঙ্কা গান্ধীর বিরুদ্ধে নিষ্ক্রীয়তার অভিযোগ তুলেছেন। তাঁর দাবি, হেনস্থার বিষয়ে বহু মাস আগে জানানো হলেও এখনও কোনও পদক্ষেপ করা হয়নি শ্রীনিবাসের বিরুদ্ধে। প্রসঙ্গত, দিল্লির রাজনৈতিক মহলে শ্রীনিবাস রাহুল ঘনিষ্ঠ নেতা হিসেবেই পরিচিত। সেই ঘনিষ্ঠতার সুযোগ নিয়েই শ্রীনিবাস নিজের ক্ষমতা প্রদর্শন করছেন বলে অভিযোগ অঙ্কিতার।

ankita

অঙ্কিতা অভিযোগ করেছেন শ্রীনিবাস অনবরত তাঁকে হেনস্থা করেছেন। লিঙ্গের ভিত্তিতে তাঁর সঙ্গে ভেদাভেদও করেছেন। শুধু তাই নয়, শ্রীনিবাসের সহায়ক বর্ধন যাদবও তাঁর সঙ্গে অনবরত খারাপ ব্যবহার করেছেন বলে অভিযোগ করেছেন অঙ্কিতা। অঙ্কিতার আরও অভিযোগ, তিনি দলের সাংগঠনিক সাধারণ সম্পাদক কেসি বেণুগোপাল, রাহুল গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধীকে একাধিকবার এই হেনস্থার কথা জানিয়েছেন।

এত কিছুর পরও অভিযুক্ত নেতার বিরুদ্ধে কোনও পদক্ষেপ করা হয়নি বলে তাঁর অভিযোগ। তিনি আরও জানান, ভারত জোড়ো যাত্রার সময় জম্মুতেও বিষয়টি রাহুলের কানে তোলেন অঙ্কিতা। তবে এপ্রিল হয়ে গেলেও তা নিয়ে কোনও পদক্ষেপ করা হয়নি। তাই তিনি বাধ্য হয়ে সোশ্যাল মিডিয়ায় বিষয়টি তুলেছেন।

কংগ্রেস হাইকমান্ডকে কাঠগড়ায় দাঁড় করিয়ে অঙ্কিতা বলেন, ‘আমি একজন মহিলা নেত্রী। আমাকেই যদি এহেন হেনস্থার শিকার হতে হয়, তাহলে আমি বাকি মহিলাদের কীভাবে কংগ্রেসে যোগ দেওয়ার জন্য উৎসাহিত করব?’ এদিকে অঙ্কিতার টুইট বোমার পরই যুব কংগ্রেসের অফিশিয়াল টুইট হ্যান্ডেল থেকে জানানো হয় যে অঙ্কিতার বিরুদ্ধে আইনি পদক্ষেপ করা হবে।

Sudipto

সম্পর্কিত খবর