বাংলা হান্ট ডেস্ক: বর্তমান সময়ে মুদ্রাস্ফীতির (Inflation) আবহে জর্জরিত সকলেই। যার ফলে পাল্লা দিয়ে বাড়ছে নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দাম। তবে, সাধারণ মানুষের সুবিধার্থে ওই ক্রমবর্ধমান দামের পরিপ্রেক্ষিতে সরকারের তরফেও বিভিন্ন গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে। এমতাবস্থায়, এবার সর্ষের তেলের পাশাপাশি দেশে অনেকটাই কমল বিভিন্ন ভোজ্য তেলের দাম।
উল্লেখ্য যে, একটা সময়ে সর্ষের তেলের দাম পৌঁছে গিয়েছিল প্রতি লিটারে ২০০ টাকার কাছাকাছি। যার জেরে খরচ সামলাতে রীতিমতো কালঘাম ছুটছিল মধ্যবিত্তদের। যদিও, তারপরে কিছুটা কমে সেই দাম। এবার ফের সেই দামে পতন পরিলক্ষিত হয়েছে। এদিকে, চিনাবাদাম, তুলোর তেল সহ অন্যান্য ভোজ্য তেলের ক্ষেত্রেও দামের হ্রাস ঘটেছে।
এই প্রসঙ্গে জানিয়ে রাখি যে, ইতিমধ্যেই “সলভেন্ট এক্সট্রাক্টরস অ্যাসোসিয়েশন” (SEA)-এর কার্যনির্বাহী সভাপতি বিভি মেহতা পামোলিনের আমদানি শুল্ক বাড়ানোর জন্য সরকারের কাছে আবেদন করেছেন। পাশাপাশি ওই শুল্ক ৭.৫ শতাংশ থেকে বাড়িয়ে অন্তত ১৫ শতাংশ করার ক্ষেত্রে আবেদন জানানো হয়েছে। এমতাবস্থায়, আমদানি শুল্ক বাড়ালে পামোলিনের পরিবর্তে ক্রুড পাম অয়েল (CPO) আমদানি শুরু হবে। মূলত, সেগুলি দেশের অন্দরেই প্রক্রিয়াজাত পণ্যরূপে পাওয়া যাবে।
এদিকে, জানা গিয়েছে এবার সর্ষের তেল প্রতি কেজিতে প্রায় ৫০ থেকে ৫৫ টাকা সস্তা হয়েছে। শুধু তাই নয়, প্রতি কুইন্টালে দাম কমেছে ৫৫০ থেকে ৬০০ টাকা। যার ফলে আপাতত প্রতি কুইন্টালে ১৩,০০০ থেকে ১৩,৫০০ টাকা প্রতি কুইন্টালে বিক্রি হচ্ছে এই তেল। পাশাপাশি, বিশেষজ্ঞরা জানাচ্ছেন যে, সর্ষের তেলের দাম প্রতি লিটার ৭০ টাকা পর্যন্ত কমে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এমতাবস্থায়, চলুন জেনে নিই বর্তমানে ভোজ্য তেলের দাম ঠিক কোন জায়গায় দাঁড়িয়ে রয়েছে।
১. কাচ্চি ঘানি সর্ষের তেল: টিন প্রতি ১৫৯৫ থেকে ১৭১৫ টাকায় বিক্রি হচ্ছে।
২. পাক্কি ঘানি সর্ষের তেল: টিন প্রতি ১,১৯৫ থেকে ২,১২৫ টাকায় বিক্রি হচ্ছে।
৩. পরিশোধিত চিনাবাদাম তেল : টিন প্রতি (১৫ কেজি) ২,৪৬৫ থেকে ২,৭৩০ টাকায় বিক্রি হচ্ছে।
৪. সয়াবিন তেল : প্রতি কুইন্টালে ১৩,০৫০ টাকায় বিক্রি হচ্ছে।
৫. কটনসিড মিল ডেলিভারি: প্রতি কুইন্টালে ১২,৯০০ টাকায় বিক্রি হচ্ছে।
৬. তিল তেল: কুইন্টাল প্রতি ১৮,৯০০ থেকে ২১,০০০ টাকায় বিক্রি হচ্ছে।
৭. পামোলিন আরবিডি, দিল্লি: প্রতি কুইন্টালে ১০,০৫০ টাকায় বিক্রি হচ্ছে।
৮. পামোলিন এক্স–কান্ডলা: প্রতি কুইন্টালে (GST ছাড়া) ৯,৪৫০ টাকায় বিক্রি হচ্ছে।
৯. সর্ষের বীজ: প্রতি কুইন্টালে ৫,১০৫ থেকে ৫,২০০ টাকায় বিক্রি হচ্ছে।
১০. চিনাবাদাম: ৬৭৯০ থেকে ৬৮৫০ টাকা প্রতি কুইন্টালে বিক্রি হচ্ছে।
‘ভারত আজ পর্যন্ত অলিম্পিকে সোনা পায়নি …’ ভরা মঞ্চে বেফাঁস মমতা