‘ইয়ে ডর মুঝে আচ্ছা লাগা, ল্যান্ডলাইন থেকে ফোন! সব ফাঁস করব”, পাল্টা চ্যালেঞ্জ শুভেন্দুর

বাংলা হান্ট ডেস্ক : তুলকালাম বঙ্গ রাজনীতি। অমিত শাহকে (Amit Shah) ফোন করার কথা অস্বীকার করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। প্রমাণ করতে পারলে মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফা দেবেন বলেও দাবি করেন তিনি। এরপরই বিস্ফোরক টুইট করেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। তিনি পাল্টা দাবি করেন, ল্যান্ড লাইন থেকে ফোন গিয়েছিল দিল্লিতে।

বুধবার মমতার সাংবাদিক বৈঠকের কিছুক্ষণ পরই টুইটে এমন দাবি করেছেন শুভেন্দু। ঠিক সময়ে তিনি সবটা আনবেন বলেও দাবি করেছেন শুভেন্দু। এদিন মুখ্যমন্ত্রীকে জবাব দিয়ে একাধিক টুইট করেছেন নন্দীগ্রামের বিধায়ক। সেখানে তাঁর দাবি, আগামিকাল অর্থাৎ বৃহস্পতিবার আমার জবাবের জন্য অপেক্ষা করতে হবে।

suvendu mamata

মঙ্গলবার সিঙ্গুরে শুভেন্দু দাবি করেছিলেন, তৃণমূল জাতীয় দলের তকমা হারানোর পর নাকি মমতা বন্দ্যোপাধ্যায় দিল্লিতে অমিত শাহকে ফোন করেছিলেন। সর্বভারতী তকমা টিকিয়ে রাখতে মমতা অনুরোধ জানিয়েছিলেন বলেও দাবি করেন শুভেন্দু। আর বুধবার মুখ্যমন্ত্রী সেই দাবি সম্পূর্ণ অস্বীকার করেন। শুধু তাই নয়, ফোন করার কথা প্রমাণ হলে মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফা দেবেন বলেও দাবি করেন তিনি।

মমতার এই বক্তব্যের কয়েট মিনিটের মধ্যে প্রথম টুইট শুভেন্দু অধিকারীর। তিনি লিখেছেন, ‘আপনি ল্যান্ডলাইন থেকে দিল্লিতে ফোন করেছিলেন। ঠিক সময়ে সমস্ত সত্যিটা সামনে আনব। আগামিকাল আমার জবাবের জন্য অপেক্ষা করুন।’
এদিন শুভেন্দুর নাম না করে আক্রমণ করেছেন মুখ্যমন্ত্রী। তিনি মনে করিয়ে দিয়েছেন, মালদহ, মুর্শিদাবাদ, বীরভূমের দায়িত্বে ছিলেন শুভেন্দু।

এই বিষয়ে শুভেন্দু লেখেন, এই সব জেলার নাম আপনি বারবার বলেন কারণ আপনি জানেন, আমি ওই জেলাগুলির দায়িত্বে ছিলাম বলেই ২০১১ সালে ক্ষমতায় এসেছিলেন আপনি। একই সঙ্গে মমতা বিধায়কদের গ্রেফতারি নিয়ে যে মন্তব্য করেছেন তাকে কটাক্ষ করেছেন শুভেন্দু। এদিন মমতা বলেন, বিধায়কের সংখ্যা কমাতেই বিজেপির মতে পরপর বিধায়কদের গ্রেফতার করা হচ্ছে।

Sudipto

সম্পর্কিত খবর