RCB ছাড়তে চেয়েছিলেন কোহলি! মুখের ওপর না করে দিয়েছিল এই IPL ফ্র‍্যাঞ্চাইজিটি

বাংলা হান্ট নিউজ ডেস্কঃ আইপিএলের (IPL) মোট ১৬টি মরশুম ক্রিকেটপ্রেমীরা দেখতে পেয়েছেন। এই দেড় দশক ধরে একাধিক পরিবর্তন ঘটে গিয়েছে আইপিএলে। কিন্তু একটা বিষয় আছে যা এতদিন পরেও একই রকম থেকে গিয়েছে। সেই বিষয়টি হল বিরাট কোহলির (Virat Kohli) রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের (RCB) হয়ে খেলা। টানা ১৬ বছর ধরে এই একটি মাত্র দলের হয়েই খেলে গিয়েছেন প্রাক্তন ভারতীয় অধিনায়ক।

কিন্তু এমনটা কি করে সম্ভব হল! মহেন্দ্র সিংহ ধোনি বা রোহিত শর্মার মতো তারকারাও পরিস্থিতির চাপে অন্তত একবার হলেও দল বদলেছেন। আইপিএলে এমন কিছু তারকা ক্রিকেটার আছে যারা একাধিক ফ্র্যাঞ্চাইজির হয়ে খেলেও সফল হয়েছেন। তাহলে বিরাট কোহলি একই জায়গায় এতদিন ধরে খেলে গেলেন কিভাবে!

বিরাট কোহলি সম্প্রতি রবিন উথাপ্পার সঙ্গে একটি সাক্ষাৎকার দিতে গিয়ে এই বিষয়টিতে আলোকপাত করেছেন। আইপিএলের প্রথম মরশুমটা তার একেবারেই ভালো চাইলে এবং তিনি একটি অর্ধশতরান করতে পারেননি একজন ব্যাটার হিসেবে। আর শুরুর দিকের কয়েকটি বছরে তিনি এখনকার মত ওপেনিং বা তিন নম্বরে ব্যাটিং করার বদলে ব্যাটিং করছিলেন বেশ কিছুটা নিচের দিকে।

kohli tn

বিরাট জানিয়েছেন সেই সময় তিনি নিজে থেকে একটি ফ্র‍্যাঞ্চাইজির সঙ্গে কথা বলেছিলেন। তিনি চাইছিলেন যদি অন্য কোন দল তাকে তৃতীয় অথবা চতুর্থ স্থানে ব্যাটিং করার সুযোগ দেন তাহলে তিনি দল পাল্টে ফেলবেন। কিন্তু ওই দলের মালিকটা বিরাট কোহলির কোনও কথাই তখন শুনতে চাননি। তবে পরিস্থিতি পাল্টে যায় ২০১১ বিশ্বকাপের পর। তার আগে থেকেই বিরাট কোহলি ধারাবাহিক পারফরম্যান্স করে নিজেকে ভারতীয় দলে প্রতিষ্ঠিত করে ফেলেছিলেন।

রোহিত শর্মার মতো তারকা তার চেয়ে বেশি অভিজ্ঞতা সম্পন্ন হলেও বিরাট কোহলি-কেই বেছে নেওয়া হয়েছিল ওই ওডিআই বিশ্বকাপে ভারতীয় দলের জন্য। তার দুর্দান্ত পারফরম্যান্স দেখে তখন ওই নির্দিষ্ট ফ্র্যাঞ্চাইজিটি তার কাছে এসে তাকে ফের প্রস্তাব দিয়েছিল আইপিএলের নিলামে আসার। কিন্তু ততদিনে আরসিবি বিরাট কোহলিকে কথা দিয়ে দিয়েছিলো যে তিনি এবার থেকে টপ অর্ডারেই ব্যাটিং করবেন কোহলি। তাই শেষপর্যন্ত তিনি আরসিবির জার্সি গায়েই আইপিএল খেলার সিদ্ধান্ত নিয়ে নেন এবং পরবর্তীকালে তিনি নয় বছর এই দলকে নেতৃত্ব দিয়েছেন।

 


Reetabrata Deb

সম্পর্কিত খবর