বাংলা হান্ট ডেস্ক: প্রতিবেদনটি শুরুর আগেই জানিয়ে রাখি যে, Illusion শব্দটির উৎপত্তি হয়েছে ল্যাটিন শব্দ Illusio বা Illusionum থেকে। যার অর্থ হল প্রতারণা বা কৌশল। এমতাবস্থায়, ইলিউশন যে সবাইকে বিভ্রান্ত করে দিতে পারে সেটা আর বলার অপেক্ষা রাখে না। এদিকে, বর্তমান সময়ে “অপটিক্যাল ইলিউশন” (Optical Illusion) এই শব্দগুলি খুবই পরিচিত হয়ে উঠেছে।
মূলত, এখন সোশ্যাল মিডিয়ার (Social Media) বিভিন্ন প্ল্যাটফর্মে এমন কিছু ছবি দেখা যায় থাকে যেগুলি আর পাঁচটা সাধারণ ছবির তুলনায় কিছুটা ভিন্ন হয়। শুধু তাই নয়, ওই ছবিগুলি অপটিক্যাল ইলিউশন (Optical Illusion) অর্থাৎ দৃষ্টিভ্রমের মাধ্যমে আমাদের বিভ্রান্ত করে ফেলে। পাশাপাশি, ছবিগুলি তুমুল ভাইরাল হয়ে পৌঁছে যায় সকলের কাছেই।
ওই বিশেষ ছবিগুলিতে একটি নির্দিষ্ট ধরণের প্রতীক বা বিষয়কে অনুসন্ধান করতে হয় নেটিজেনদের। এমতাবস্থায়, তীক্ষ্ণ মনের মানুষেরা সহজেই এই ধরণের ধাঁধার সমাধান করতে পারলেও কিছু কিছু ক্ষেত্রে ছবিগুলি এতটাই কঠিন থাকে যে অধিকাংশ মানুষই এগুলির সঠিক উত্তর দিতে পারেন না। তবে, এই সমস্ত ছবি নিয়মিত সমাধানের অভ্যাস বাড়িয়ে দেয় মস্তিষ্কের কর্মক্ষমতা। সম্প্রতি ঠিক সেইরকমই এক ছবি দাপিয়ে বেড়াচ্ছে নেটমাধ্যম। যেটিতে তিনজন ব্যক্তির মধ্যে অফিসের বস কে তা নির্ধারণ করতে পারলেই সমাধান হয়ে যাবে ছবিটির। এমতাবস্থায়, বর্তমান প্ৰতিবেদনে পাঠকদের উদ্দেশ্যে সেই ছবিটি উপস্থাপিত করা হল।
কে হলেন অফিসের বস: সম্প্রতি ভাইরাল হওয়া ওই ছবিটিতে একটি অফিসের অন্দরমহলের ছবি দেখা গিয়েছে। যেখানে রয়েছে একটি ডেস্ক, কম্পিউটার এবং কয়েকটি চেয়ার। পাশাপাশি, সেখানে উপস্থিত রয়েছেন ৩ জন ব্যক্তিও। যার মধ্যে দু’জন দাঁড়িয়ে রয়েছেন এবং একজন বসে রয়েছেন। এমতাবস্থায়, আপনিও এদের মধ্যে কে অফিসের বস হতে পারেন তা খুঁজে দেখার চেষ্টা করতেই পারেন। সেক্ষেত্রে আপনাকে নির্ধারিত ২০ সেকেন্ডের মধ্যে খুঁজে বার করতে হবে সঠিক ব্যক্তিকে। তবে, শেষপর্যন্ত যদি আপনি উত্তরটি খুঁজে নাও পান, সেক্ষেত্রে চিন্তা নেই। কারণ আমরা সেটি জানিয়ে দিচ্ছি।
ইনিই হলেন বস: আপনি যদি ছবিটিকে একটু সময় নিয়ে ভালোভাবে পর্যবেক্ষণ করেন তাহলে খুব সহজেই উত্তরটি খুঁজে পেতে সমর্থ হবেন। সেক্ষেত্রে খুঁটিয়ে দেখতে হবে ছবিটিকে। তাহলেই দেখা যাবে যে, বসের চেয়ারে একটি ব্লেজার রাখা রয়েছে। এদিকে, সেখানে থাকা প্রথম ব্যক্তি আগে থেকেই ব্লেজার পরে রয়েছেন। পাশাপাশি, সেখানে থাকা দ্বিতীয় ব্যক্তিটি আবার একটি ফুল হাতা টি-শার্ট পরেছেন এবং একটি চেয়ারে বসে কিছু ভাবছেন। অর্থাৎ, তিনি ব্লেজার পরে সেখানে আসেন নি। এছাড়াও, তৃতীয় ব্যক্তি একটু দূরে চশমা হাতে দাঁড়িয়ে প্রথম ব্যক্তির সাথে কিছু আলোচনা করছেন। এদিকে, তিনি কিন্তু তখন ব্লেজার পরে ছিলেন না। আর সেই ব্লেজারই রাখা ছিল ওই চেয়ারে। অর্থাৎ, এটা স্পষ্ট যে, তিনিই হলেন অফিসের বস। তবে, আমাদের দেখিয়ে দেওয়ার আগেই আপনি যদি নির্ধারিত ২০ সেকেন্ডের মধ্যে তাঁকে খুঁজে পেতে সমর্থ হন সেক্ষেত্রে আপনি নিঃসন্দেহে একজন জিনিয়াস।