বাংলা হান্ট নিউজ ডেস্কঃ এই মুহূর্তে ভারতীয় ক্রিকেটারদের মধ্যে বেশিরভাগ তারকাই ব্যস্ত আইপিএল (IPL 2023) নিয়ে। মিলিয়ন ডলার লিগ শেষ হওয়া মাত্র তাদের মধ্যে অনেকেই উড়ে যাবে ইংল্যান্ডের মাটিতে। সেখানে ৭ই জুন থেকে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে (WTC Final) মাঠে নামবে ভারতীয় দল (Team India) এবং তাদের প্রতিপক্ষ হিসেবে থাকছে দুর্দান্ত অস্ট্রেলিয়া। তারপর ঘরের মাটিতেই বছরের শেষ দিকে আয়োজিত হবে ওডিআই বিশ্বকাপ (ODI World Cup 2023)।
তার আগে আইপিএলে দুর্দান্তভাবে কিছু তারকা এমন পারফরম্যান্স করছেন যে তাদেরকে নিয়ে হয়তো ভবিষ্যতে ভাবতে বাধ্য হবে ভারতীয় দলের নির্বাচনরা। এই প্রতিবেদন সেই চার তারকাকে নিয়ে যারা অসাধারণ পারফরম্যান্স করে বিশ্ব টেষ্ট চ্যাম্পিয়নশিপ এবং বিশ্বকাপের আগে নিজেদের যোগ্যতার প্রমাণ দিয়ে ভারতীয় দলে ফিরে আসার দাবি রাখছেন।
শিখর ধাওয়ান: কিছুদিন আগে নিজেই বলেছিলেন তিনি নির্বাচক হলে নিজের বদলে শুভমান গিলকে ভারতীয় দলে সুযোগ দিতেন। কিন্তু তারপর থেকে যেন মেজাজে বদলে গিয়েছে ভারতীয় ক্রিকেটের গব্বরের। এই মুহূর্তে আইপিএলে পাঞ্জাব কিংসের অধিনায়ক হিসেবে দুরন্ত ছন্দে রয়েছেন ধাওয়ান। শেষ ম্যাচে অল্পের জন্য হাতছাড়া করেছেন শতরান। অরেঞ্জ ক্যাপের দৌড়ে সবথেকে এগিয়ে থাকা ক্রিকেটার তিনি। ভারতীয় দলে তার প্রত্যাবর্তন দেখলে কেউই অবাক হবেন না।
ভেঙ্কটেশ আইয়ার: ভারতীয় দলে মাঝে সুযোগ পেয়েছিলেন কিন্তু ধারাবাহিকতার অভাবে ছিটকে গিয়েছেন। চলতি মরশুমে কেকেআরের জার্সিতে তাকে কিছুটা সপ্রতিভই দেখাচ্ছে। ব্যাট হাতে কিছু অত্যন্ত চমকপ্রদ ইনিংস খেলেছেন তিনি। দ্বিতীয় নাইট রাইডার্স তারকা হিসেবে তিনি আইপিএলের শতরান করার রেকর্ড নিজের নামে করে নিয়েছেন। রয়েছেন অরেঞ্জ ক্যাপের দৌড়েও। ধারাবাহিকতা বজায় রাখতে পারলে বিশ্বকাপের আগে ভারতীয় স্কোয়াডে জায়গা পাওয়ার আশা করতেই পারেন তিনি।
অজিঙ্কা রাহানে: মুম্বাইয়ের হয়ে রঞ্জি ট্রফিতে ধারাবাহিকভাবে রান করার পর এবার আইপিএলের মানুষের সিএসকের জার্সি গায়ে এবং নিজের যোগ্যতার প্রমাণ দিয়েছেন এই তারকা। ২০২২ সালে ধারাবাহিকতার অভাবের কারণে ভারতীয় টেস্ট দল থেকে বাদ পড়েছিলেন তিনি। কিন্তু তার সাম্প্রতিক পারফরম্যান্স দেখে এবং ইংল্যান্ডের মাটিতে তার রেকর্ডের কথা মাথায় রেখে শক্তিশালী অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তাকে দলে ফেরানোর কথা ভাবতেই পারেন নির্বাচকরা।
রবিচন্দ্রন অশ্বিন: এই তারকা বোলার ভারতীয় টেস্ট দলের একজন গুরুত্বপূর্ণ অংশ ঠিকই, ওডিআই বিশ্বকাপের জন্য এখনো পর্যন্ত তার নাম বিবেচনা করার কোনও রকম সম্ভাবনা দেখা যায়নি। কিন্তু চলতি আইপিএলে কৃপণ বোলিং করার পাশাপাশি দরকারে উইকেটও তুলছেন এই তারকা অফস্পিনার। এই ধারাবাহিকতা বজায় থাকলে ভারতীয় টিম ম্যানেজমেন্ট ওডিআই ফরম্যাটে তার মত অভিজ্ঞ বোলারের কথা হয়তো আর একবার ভেবেও দেখতে পারে।