বাংলাহান্ট ডেস্ক : সালটা ২০০৯। বক্স অফিসে মুক্তি পেয়েছিল বলিউড (Bollywood) ভাইজান অভিনীত ছবি ওয়ান্টেড (Wanted)। সেই ছবির প্রচারে কলকাতায় পা রেখেছিলেন সলমান খান (Salman Khan)। মাঝখানে কেটে গেছে প্রায় ১৩ টা বছর। ফের একবার শহর কাঁপাতে আসছেন ‘টাইগার’। না কোনো ছবির প্রচারে নয়। ইডেন গার্ডেনে একটি কনসার্টে অংশগ্রহণ করতে আসছেন অভিনেতা।
মে মাসের ১৩ তারিখ কলকাতায় পা রাখবেন সলমান। যদিও চলতি বছরের জানুয়ারি মাসেই ‘দ্য ব্যাং’ ট্যুরের অংশ হিসেবে শহরে আসার কথা ছিল তাঁর। তবে ভেস্তে যায় সেই পরিকল্পনা। এরপরেই জানা গেছিল মে মাসে আসছেন তিনি। সেই জল্পনাতেই সিলমোহর দিল সলমানের টিম।
তবে একা সলমান খান নন। ওই একই দিনে কলকাতায় হাজির থাকবেন এক ঝাঁক বলি তারকা। থাকছেন সোনাক্ষী সিনহা, জ্যাকলিন ফার্নান্ডেজ, প্রভু দেবা, এবং আয়ুষ শর্মা। এছাড়াও সংগীতের মাধ্যমে মঞ্চ মাতাবেন গুরু রণধওয়া। জানা যাচ্ছে, সন্ধ্যা ৬ টা থেকে শুরু হবে কনসার্ট।
তীব্র গরমের মাঝেই সলমান খানের এই কনসার্টকে ঘিরে উত্তেজনার পারত চড়ছে তিলোত্তমায়। এখন থেকেই অনলাইনে শুরু হয়ে গেছে টিকিট বিক্রি। জানা যাচ্ছে, সর্বনিম্ন টিকিটের মূল্য ধার্য্য করা হয়েছে ৯৯৯ টাকা। ২৫ হাজার টাকা পর্যন্ত রয়েছে সর্বোচ্চ মূল্যের টিকিট। তাঁর অভিনীত নানান ছবির নাম দিয়েই ভাগ করা হয়েছে দর্শক আসন।
উল্লেখ্য, বিগত কয়েকদিন ধরে হুমকি চিঠি দেওয়া হয়েছে বলিউড ভাইজানকে। আর সে কারণেই পিছিয়ে দেওয়া হয়েছিল এই কনসার্টের দিন। জানা যাচ্ছে, কোনওরকম অপ্রীতিকর পরিস্থিতি রুখতে গোটা শহরকে ঢেকে দেওয়া হবে নিরাপত্তার আঁটোসাঁটো ঘেরাটোপে।
বর্তমানে ভীষণ ব্যস্ততার মধ্যে দিয়েই দিন কাটছে বলিউড ভাইজানের। চলতি বছরের ইদে মুক্তি পেতে চলেছে বহু প্রতীক্ষিত ছবি ‘ কিসিকা ভাই কিসি কা জান’। এছাড়াও দুবাইতে একটি কনসার্টের জন্য যেতে হবে অভিনেতাকে। চলতি মাসের ২৪ তারিখে রয়েছে সেই কনসার্ট। সেখান থেকে ফিরে এসে নতুন ছবির প্রচার শুরু করবেন সলমান। এরপর ১৩ মে তিনি আসবেন কলকাতায়।