RBI বাতিল করল এই ৮ টি ব্যাঙ্কের লাইসেন্স! করা যাবে না লেনদেনও, আপনার অ্যাকাউন্ট নেই তো?

বাংলা হান্ট ডেস্ক: আপনার অ্যাকাউন্ট যদি কোনো কো-অপারেটিভ ব্যাঙ্কে থাকে, তাহলে আপনাকে এই প্রতিবেদনটি অবশ্যই পড়তে হবে। কারণ, এবার রিজার্ভ ব্যাঙ্ক (Reserve Bank of India) বড়সড় পদক্ষেপ গ্রহণ করেছে। এমনিতেই, গত কয়েক বছর ধরে বিভিন্ন ব্যাঙ্ক রিজার্ভ ব্যাঙ্কের কড়া পদক্ষেপের মুখোমুখি হচ্ছে। শুধু তাই নয়, ইতিমধ্যেই RBI কিছু ব্যাঙ্কের লাইসেন্সও বাতিল করেছে। সবচেয়ে উল্লেখযোগ্য বিষয় হল, কয়েকটি বড় ব্যাঙ্ককে আবার মোটা অঙ্কের জরিমানাও করেছে কেন্দ্রীয় ব্যাঙ্ক। মূলত, রিজার্ভ ব্যাঙ্কের এহেন পদক্ষেপে সবচেয়ে বেশি ক্ষতির সম্মুখীন হচ্ছে কো-অপারেটিভ ব্যাঙ্কগুলি।

রিজার্ভ ব্যাঙ্ক ১১৪ বার পেনাল্টি আরোপ করেছে: এই প্রসঙ্গে জানিয়ে রাখি যে, ৩১ মার্চ শেষ হওয়া ২০২২-২৩ অর্থবর্ষে RBI দ্বারা মোট ৮ টি কো-অপারেটিভ ব্যাঙ্কের লাইসেন্স বাতিল করা হয়েছে। সঠিকভাবে নিয়ম না মেনে চলার জন্য রিজার্ভ ব্যাঙ্ক এই ব্যাঙ্কগুলির উপর ১১৪ বার পেনাল্টিও আরোপ করেছে। উল্লেখ্য যে, কো-অপারেটিভ ব্যাঙ্কগুলির মাধ্যমে গ্রামীণ এলাকায় ব্যাঙ্কিং পরিসেবা দ্রুত প্রসারিত হয়েছে। কিন্তু এই ব্যাঙ্কগুলির অনিয়ম সামনে আসার কারণে RBI-কে কঠোর পদক্ষেপ নিতে হয়েছে।

নিয়মে গাফিলতির অভিযোগ: মূলত, নিয়ন্ত্রণ এবং দুর্বল ফাইন্যান্সের পাশাপাশি অধিকাংশ ক্ষেত্রে কো-অপারেটিভ ব্যাঙ্কগুলিকে স্থানীয় নেতাদের হস্তক্ষেপের সম্মুখীন হতে হচ্ছে। এমতাবস্থায়, নিয়মের তোয়াক্কা না করা সমবায় ব্যাঙ্কগুলির বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা নিতে শুরু করেছে রিজার্ভ ব্যাঙ্ক। গত এক বছরে মোট ৮ টি ব্যাঙ্কের পারমিট বাতিল করা হয়েছে। আসুন জেনে নেওয়া যাক সেই তালিকায় রয়েছে কোন কোন ব্যাঙ্ক:

এইসব ব্যাঙ্কের লাইসেন্স বাতিল করা হয়েছে:
১. মুধল কো-অপারেটিভ ব্যাঙ্ক
২. মিলথ কো-অপারেটিভ ব্যাঙ্ক
৩. শ্রী আনন্দ কো-অপারেটিভ ব্যাঙ্ক
৪. রুপি কো-অপারেটিভ ব্যাঙ্ক
৫. ডেকান আরবান কো-অপারেটিভ ব্যাঙ্ক
৬. লক্ষ্মী কো-অপারেটিভ ব্যাঙ্ক
৭. সেবা বিকাশ কো-অপারেটিভ ব্যাঙ্ক
৮. বাবাজি দাতে মহিলা আরবান ব্যাঙ্ক

rbi

উল্লেখ্য যে, RBI দ্বারা উপরে উল্লিখিত ব্যাঙ্কগুলির লাইসেন্স অপর্যাপ্ত পুঁজি এবং ব্যাঙ্কিং নিয়ন্ত্রণ আইনের নিয়মগুলি না মেনে চলার কারণে বাতিল করা হয়েছিল। পাশাপাশি, এই ব্যাঙ্কগুলি থেকে ভবিষ্যতে আয়ের সম্ভাবনাও ছিল না বললেই চলে। জানিয়ে রাখি যে, কো-অপারেটিভ ব্যাঙ্কিং সেক্টর গত কয়েক বছর ধরে RBI দ্বারা গভীরভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে। কেন্দ্রীয় ব্যাঙ্ক ২০২১-২২ সালে ১২ টি কো-অপারেটিভ ব্যাঙ্ক, ২০২০-২১ সালে ৩ টি কো-অপারেটিভ ব্যাঙ্ক এবং ২০১৯-২০ সালে ২ টি কো-অপারেটিভ ব্যাঙ্কের লাইসেন্স বাতিল করেছে।

Sayak Panda
Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর