কাল হল নিউমোনিয়া, হাসপাতালেই শেষ নিশ্বাস ত্যাগ করলেন রানির শাশুড়ি পামেলা চোপড়া

বাংলাহান্ট ডেস্ক : পিতাকে হারানোর পর এবার মা কেও হারালেন পরিচালক আদিত্য চোপড়া (Aditya Chopra) এবং অভিনেতা উদয় চোপড়া( Uday Chopra)। হাসপাতালে চিকিৎসাধীন থাকা কালীন শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন প্রয়াত চলচ্চিত্র নির্মাতা যশ চোপড়ার স্ত্রী পামেলা চোপড়া (Pamela Chopra)। মৃত্যুকালীন তার বয়স হয়েছিল ৮৫।

জীবদ্দশায় সব সময় স্বামীর পাশে দাঁড়াতে দেখা গেছে পামেলাকে। কখনও তিনি হয়ে উঠেছেন লেখিকা। তো কখনও আবার পোশাক ডিজাইনার। আবার কোন কোন সিনেমায় গায়িকা হিসেবেও নাম উঠে এসেছে পামেলার। তাঁর গাওয়া বিখ্যাত গানগুলির মধ্যে অন্যতম হলো চাঁদনীর ‘ম্যায় সাসুরাল নেহী জাউঙ্গি’ এবং দিলওয়ালে দুলহানিয়া লে যায়েঙ্গে’র ‘ঘর আজা পরদেশি’।

Pamela Chopra

১৯৭৬ সালে যশ চোপড়ার পরিচালিত ছবি ‘কাভি কাভি’- তে লেখিকা হিসেবে দায়িত্ব পালন করেছিলেন পামেলা। ১৯৮১ সালের সিনেমা ‘সিলসিলা’ র পোশাক ডিজাইনার ছিলেন তিনি। বরাবর স্ত্রী এর প্রশংসা করতে দেখা গেছে যশ চোপড়াকে। বিয়ের পর থেকেই স্বামীর কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করেছেন তিনি।

শাশুড়ির সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ছিল বলিউডের অন্যতম জনপ্রিয় অভিনেত্রী রানি মুখার্জির। সর্বদাই শাশুড়ির সুনাম শোনা গেছে তাঁর মুখে। সম্প্রতি এক সাক্ষাৎকারে অভিনেত্রী জানিয়েছিলেন, ‘যে কোন সিনেমায় মেয়েদের চরিত্র খুব সুন্দর যা আমাকে বরাবর মুগ্ধ করে দিত। তবে আমি কিছুতেই এটা বুঝতে পারি না যে তিনি কিভাবে নায়িকাদের এত সুন্দর ভাবে উপস্থাপন করেন’।

Pamela Chopra

উল্লেখ্য, বেশ কয়েকদিন আগে থেকেই লীলাবতী হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন পামেলা দেবী। নিউমোনিয়া হওয়ার কারণেই হাসপাতালে ভর্তি হতে হয়েছিল পরিচালক আদিত্য চোপড়ার মাকে। আর ফেরা হলো না বাড়ি। হাসপাতালে চিকিৎসাধীন থাকা অবস্থাতেই পরলোক গমন  করলেন পামেলা দেবী।


additiya

সম্পর্কিত খবর