বাংলা হান্ট ডেস্ক : বৃহস্পতিবার দক্ষিণবঙ্গের (South Bengal) অধিকাংশ জায়গায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৪০ ডিগ্রির ওপরে। বেশিরভাগ জা়য়গাতেও সর্বোচ্চ তাপমাত্রা ছিল স্বাভাবিকের থেকে প্রায় ৪-৫ ডিগ্রি সেলসিয়াস বেশি। এদিনও সকাল থেকে কার্যত গতকালের মতোই পরিস্থিতি। উত্তর ও দক্ষিণবঙ্গ মিলিয়ে সাত জেলায় আবহাওয়া দফতরের লাল সতর্কতা জারি হয়েছ। তবে কিছুটা কম থাকবে তাপমাত্রা। এমনই জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর (Alipore Weather Office)। আগামী রবিবার রাজ্য জুড়েই বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
এক নজরে আজকের আবহাওয়া :
সর্বোচ্চ তাপমাত্রা : ৩৮.৭°সেলসিয়াস
সর্বনিম্ন তাপমাত্রা : ২৯.১° সেলসিয়াস
আর্দ্রতা : ৯২%
বাতাস : ১৩ কিমি/ঘন্টা
মেঘে ঢাকা : ৭২%
কলকাতার আবহাওয়া : কলকাতা ও আশেপাশের অঞ্চলের সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে ৩৯ ডিগ্রি এবং ২৯ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকবে। এরপর ২২ এপ্রিল কলকাতা ও আশেপাশের অঞ্চলের সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে ৩৮ এবং ২৮ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকবে বলে জানিয়েছে হাওয়া অফিস।
উত্তরবঙ্গের আবহাওয়া : আবহাওয়া দফতরের পূর্বাভাসে বলা হয়েছে, শনিবার সকালের মধ্যে দার্জিলিং, জলপাইগুড়ি কালিম্পং, আলিপুরদুয়ার এবং কোচবিহার জেলায় বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। নিচের দিকের তিন জেলা উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদহ জেলার আবহাওয়া এই সময় শুকনো থাকবে। এদিন এই তিন জেলায় লাল সতর্কতা জারি রয়েছে।
দক্ষিণবঙ্গের আবহাওয়া : আজ তাপপ্রবাহের পরিস্থিতি বজায় থাকবে উত্তর ও দক্ষিণ ২৪ পরগনায়, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, হাওড়া, কলকাতা, হুগলি, পূর্ব ও পশ্চিম বর্ধমান, নদিয়া, মুর্শিদাবাদ, বীরভূম, বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রামে। এই সবকটি জেলায় আগামিকালকের জন্য জারি থাকবে কমলা সতর্কতা। বৃষ্টির পর অবশ্য তাপমাত্রা ধীরে ধীরে কমতে শুরু করবে এই জেলাগুলিতে।
আগামীকালের আবহাওয়া : ২৩ ও ২৪ এপ্রিল, কলকাতার পাশাপাশি দক্ষিণবঙ্গের সব জেলাতেই বৃষ্টি হতে পারে। এর মধ্যে উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং নদিয়ায় মাঝারি বৃষ্টি হতে পারে। সঙ্গে ৩০ থেকে ৪০ কিমি প্রতি ঘণ্টা বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। এছাড়া দক্ষিণবঙ্গের বাকি সব জেলাতেই হালকা বৃষ্টি হতে পারে। কলকাতা সহ দক্ষিণের বাকি সব জেলাতেও ঝোড়ো হাওয়া বইতে পারে।