বাংলা হান্ট ডেস্কঃ চলতি বছরের ২১ ফেব্রুয়ারি আরম্ভ হয় কোচবিহার কলকাতা বিমান (Kolkata to Coochbehar Flight) পরিষেবা। ছোট এই বিমানেই মারাত্মক দুর্ঘটনা। বৃহস্পতিবার সকালে দমদম বিমানবন্দর (Dum Dum Airport) থেকে কোচবিহারগামী ১৭১০৫ নম্বরের বিমানটি কোচবিহারের (Coochbehar) উদ্দেশ্যে রওনা দিয়েছিল। ফাটা টায়ার নিয়েই রানওয়ের দিকে এগোচ্ছিল বিমান।
প্রথমে কোনো সমস্যা বোঝা না গেলেও হঠাৎই বিমানটি একদিকে কাত হয়ে যাওয়ায় সন্দেহ হয় পাইলটের। এরপরই কোনো সময় নষ্ট না করেই দ্রুত বিমানটিকে পার্কিং বে-তে ফিরিয়ে আনা হয়। বোঝা যায় ফাটা চাকা নিয়েই চলছিল বিমান। বড়সড় বিপদের হাত থেকে রক্ষা পান বিমানযাত্রী ও পাইলট-সহ বিমানকর্মীরা।
তড়িঘড়ি সমস্ত যাত্রীকে নামিয়ে দেওয়ার পর উড়ানটিকে বাতিল বলে ঘোষণা করা হয়। অন্যদিকে, ঘটনায় অসুস্থ হয়ে পড়েন বিমানে থাকা এক মহিলা যাত্রী। জানা গিয়েছে দুর্ঘটনার সময় বিমানে পাইলট ও সাত যাত্রী ছিলেন। সকলের মধ্যেই আতঙ্ক ছড়ায়।
বড়সড় দুর্ঘটনা এড়ানো গেলেও যাত্রীদের অসন্তোষের মুখে পরে উড়ান কর্তৃপক্ষ। যদিও বিমান সংস্থার পক্ষ থেকে টিকিটের দাম ফিরিয়ে দেওয়া হয় যাত্রীদের। সূত্রের খবর, এ দিন সকাল সাড়ে ৯টা নাগাদ কলকাতা থেকে কোচবিহার যাওয়ার কথা ছিল ইন্ডিয়াওয়ানএয়ারের ওই ছোট বিমানের। তবে তার আগেই দুর্ঘটনার কবলে পরে বিমানটি।
প্রসঙ্গত, ফেব্রুয়ারী মাসেই কলকাতা থেকে কোচবিহার ও ঝাড়খণ্ডের মধ্যে ওই উড়ান চালু হয়েছে। বিমানের মোট আসন সংখ্যা ৯। এবং প্রথম তিনমাসের জন্য টিকিটের দাম রাখা হয় মাত্র ৯৯৯ টাকা। প্রথম থেকেই এই উড়ান নিয়ে হাজারো বিতর্ক সামনে আসে। ছোট এই বিমানে যাত্রীদের সুরক্ষা নিয়ে আশঙ্কা প্রকাশ করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও।