টাকা না দেওয়ার জের! টুইটারে ‘ব্লু টিক’ হারালেন শাহরুখ-বিরাট থেকে শুরু করে রাহুল-মমতাও

বাংলা হান্ট ডেস্কঃ শাহরুখ খান, অমিতাভ বচ্চন, বিরাট কোহলি, রোহিত শর্মা থেকে শুরু করে মমতা বন্দ্যোপাধ্যায়, যোগী আদিত্যনাথ! শুক্রবার হঠাৎই টুইটারে ব্লু টিক হারালেন দেশের নামি-দামী সেলিব্রিটিরা। ‘কুলীন’ তকমা অর্থাৎ ব্লু টিক এর মাধ্যমেই এতদিন তারকাদের প্রোফাইল শনাক্ত করা যেত। তবে এখন থেকে আর সেই জো নেই। এদিন সকাল থেকে এই নিয়েই শোরগোল দেশজুড়ে। তবে হঠাৎ হলটা কী জানেন?

প্রসঙ্গত, এলন মাস্ক টুইটার অধিগ্রহণের পর সম্প্রতি একাধিক নিয়মে পরিবর্তন হয়েছে। ব্লু টিক চিহ্ন পাওয়ার জন্য ঘোষণা করা হয়েছে আর্থিক মূল্য। যার মানে গিয়ে দাঁড়ালো এখন থেকে শুধুমাত্র যে টুইটার ব্যবহারকারীরা টাকা দিয়ে ‘ব্লু টিক’ পরিষেবা গ্রহণ করবেন, তাদের নামের পাশেই জ্বলজ্বল করবে ‘বিশেষ’ এই চিহ্ন।

এর জেরেই বৃহস্পতিবার বিকেলের রাতারাতি ব্লু টিক হারিয়েছেন ভারতের তামাম সেলেবরা। জনপ্রিয় মাইক্রোব্লিগং সাইট টুইটারের তরফে জানানো হয়েছিল, ‘ব্লু টিক’ রাখার জন্য ব্যবহারকারীদের মাসিক ৬৫৭ টাকা করে দিতে হবে। অন্যদিকে সংস্থার ক্ষেত্রে সেই অংকটা অনেকটাই বেশি। সে ক্ষেত্রে খরচ করতে হবে ৮২ হাজার টাকার কাছাকাছি।

twitter blue tick

কারা কারা হারালেন ‘বিশেষ’ চিহ্ন? ‘ব্লু টিক’ হারানোর তালিকায় যারা রয়েছেন তাদের মধ্যে কয়েকটি তাবড় তাবড় নাম হল, অভিনেতা শাহরুখ খান, অমিতাভ বচ্চন , আলিয়া ভাট। উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ, কংগ্রেস নেতা রাহুল গান্ধী এবং প্রিয়াঙ্কা গান্ধী, মমতা বন্দ্যোপাধ্যায়। দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল, শিক্ষামন্ত্রী অতীশি, আপের রাজ্যসভার সাংসদ সঞ্জয় সিং, দিল্লির প্রাক্তন উপমুখ্যমন্ত্রী মণীশ সিসোদিয়া, প্রাক্তন মন্ত্রী সত্যেন্দ্র জৈন, মন্ত্রী সৌরভ ভরদ্বাজ প্রমুখ। তালিকায় রয়েছেন জনপ্রিয় ক্রিকেটার বিরাট কোহলি এবং রোহিত শর্মারাও।

প্রসঙ্গত, ভারতের তারকাদের পাশাপাশি ‘ব্লু টিক’ হারিয়েছেন, ওপরা উইনফ্রে, কিম কার্দাশিয়ান, জাস্টিন বিবার, কেটি পেরি বিল গেটস পোপ ফ্রান্সিসের মতো বিশিষ্ট ব্যক্তিক্তরাও। এতদিন সেলিব্রিটি এবং তারকাদের আসল প্রোফাইলকে ব্লু-টিক এর দ্বারাই চিহ্নিত করা যেত। তবে এখন থেকে সেই চিহ্ন মিলবে স্রেফ টাকা দিলেই।


Sharmi Dhar
Sharmi Dhar

শর্মি ধর, বাংলা হান্ট এর রাজনৈতিক কনটেন্ট রাইটার। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত ।

সম্পর্কিত খবর