নিয়োগ কেলেঙ্কারিতে আরও এক TMC নেতাকে তলব CBI-র, আজই হাজিরা দেবেন পার্থ ঘনিষ্ঠ

বাংলা হান্ট ডেস্ক : ফের তুলকালাম পশ্চিমবঙ্গ (West Bengal)! নিয়োগ দুর্নীতি মামলায় নাম জড়াল পার্থ চট্টোপাধ্যায় (Partha Chatterjee) ঘনিষ্ঠ আরও এক তৃণমূল নেতার (TMC Leader)। ভাঙড় ১ নম্বর ব্লকের সভাপতি শাহাজাহান মোল্লাকে ডেকে পাঠাল সিবিআই। আজ অর্থাৎ শুক্রবার বেলা ১১ টার মধ্যে তাঁকে নিজাম প্যালেসে হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে বলে জানা যাচ্ছে।

প্রায় একবছর ধরে শিক্ষক নিয়োগ দুর্নীতি (SSC Scam) নিয়ে তুলকালাম গোটা রাজ্য রাজনীতি। একের পর এক তাবড় তাবড় নেতা ও প্রশাসনের উচ্চপদস্থ কর্মীকে গ্রেফতার করা হয়েছে। এই তালিকায় নাম রয়েছে পার্থ চট্টোপাধ্যায় (Partha Chatterjee), মানিক ভট্টাচার্য (Manik Bhattyachariya), কল্যাণময় গঙ্গোপাধ্যায়-সহ আরও অনেকেরই।

   

cbi

তাঁদের জিজ্ঞাসাবাদ কর একের পর এক চাঞ্চল্যকর তথ্য হাতে পাচ্ছেন তদন্তকারীরা। সেই তথ্যের ভিত্তিতেই আগেই ভাঙড়ের তৃণমূল নেতা শাহাজাহান মোল্লার বাড়িতে তল্লাশি চালায় সিবিআই। এবার সরাসরি হাজিরার নির্দেশ।

বিশেষ সূত্রে খবর, শুক্রবার সকালেই কলকাতা যাচ্ছেন শাহাজাহান মোল্লা। যদিও তিনি সিবিআই দফতর যাচ্ছেন কি না, তা জানা যায় নি। তবে শাহজান জানান, সন্ধের মধ্যেই ফিরে আসবেন তিনি। মনে করা হচ্ছে, নিয়োগ দুর্নীতি মামলায় তলব পেয়েই নিজাম প্যালেসে যাচ্ছেন শাহাজাহান। ভাঙড় থানার শাকশহর পুকুর গ্রামে তৃণমূল কংগ্রেস নেতা শাজাহান মোল্লার বাড়ি। সেই গ্রামে তাঁর তিনতলা বাড়ি রয়েছে।

সিবিআই সূ্ত্রে জানা যাচ্ছে, শাহজাহান মোল্লা নিয়োগ দুর্নীতিতে কতটা জড়িয়ে তা দেখা হচ্ছে। কারণ তাঁর বিরুদ্ধে একাধিক অভিযোগ রয়েছে। তাঁর মেয়ে–সহ একাধিক আত্মীয়–পরিজনকে গ্রুপ–ডি পদে চাকরি পাইয়ে দিয়েছিলেন শাহজাহান বলেও অভিযোগ। তবে কিছু নথিও মিলেছে। এই শাহজাহান মোল্লা ক্যানিং পূর্বের বিধায়ক সওকত মোল্লারও ঘনিষ্ঠ বলে তথ্য মিলেছে। তাই তাঁকে তলব করা হয়েছে।

Avatar
Sudipto

সম্পর্কিত খবর