বিজেপিকে হুঁশিয়ারি! উদয়নের গলায় ‘তোর কুন কুন জায়গায় ব্যাথা গো বান্ধবী ললিতা’ গান

বাংলা হান্ট ডেস্কঃ রাজ্যে আসন্ন পঞ্চায়েত নির্বাচন (Panchayat Election)। ভোটের দিনক্ষণ এখনও ঘোষণা না হলেও ইতিমধ্যেই আটঘাট বেঁধে ময়দানে নেমে পড়েছে সমস্ত রাজনৈতিক দল। জোর কদমে চলছে পায়ের তলার জমি শক্ত করার প্রস্তুতি। আর অবশ্যই তার সাথে পাল্লা দিয়ে চলছে নেতা মন্ত্রীদের হুমকি-হুঁশিয়ারির পর্ব। ভোটের প্রাক্কালে এবার খোদ দলের কর্মীদের চরম শাসানি দিয়ে ফের বিতর্কের শিরোনামে উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী উদয়ন গুহ (Udayan Guha)।

বৃহস্পতিবার কোচবিহার জেলার দিনহাটা ২ নং ব্লকের নয়ারহাট গ্রাম পঞ্চায়েত এলাকায় একটি কর্মীসভায় বক্তব্য রাখতে যান উত্তরবঙ্গের হেভিওয়েট নেতা উদয়ন গুহ। আর সেখানে দাঁড়িয়েই প্রকাশ্য সভা থেকে তৃণমূল নেতাদের উদ্দেশ্য করে হুঁশিয়ারি দেন মন্ত্রী। বলেন, “কিছু কিছু জায়গায় কেউ কেউ পঞ্চায়েতে প্রার্থী হতে না পারলে নাকি তৃণমূল বাঁচাও কমিটির নাম করে নির্দল হয়ে লড়ার কথা বলে বেড়াচ্ছেন। তাদের উদ্দেশ্যে বলছি বন্ধু তৃণমূল কংগ্রেস বাঁচাও কমিটি না বানিয়ে আগে নিজেদের পিঠের চামড়া বাঁচাও কমিটি তৈরি করে নাও।”

মন্ত্রীর হুঁশিয়ারি, “তৃণমূলে থেকে তৃণমূলের খেয়ে এমনটা করতে চাইলে কাউকে ছেড়ে কথা বলা হবেনা।” দলের কর্মীসভায় দাঁড়িয়ে মন্ত্রীর এই মন্তব্যের পরই শুরু হয়েছে জোর বিতর্ক। খোদ উন্নয়ন মন্ত্রীর মুখে এহেন কথা রাজনীতির ক্ষেত্রে কতটা যুক্তিসংযত এ নিয়ে নানান প্রশ্ন তুলছেন বিরোধীরা।

তবে শুধু নিজের দলের কর্মীদেরই নয়, পঞ্চায়েত ভোটের আগে বিজেপির প্রার্থীরা ভোট চাইতে এলে তাদের ঝাঁটা পেটা করার নিদানও দিয়েছেন উদয়নবাবু। এই নিয়ে মঞ্চে দাঁড়িয়েই গান গেয়ে সকলকে বুঝিয়েও দিয়েছেন বিজেপি তাড়া করার পদ্ধতি। তার কথায়, “বিজেপি ভোট চাইতে এলে মা বোনেরা ঝাঁটা দিয়ে জোরে জোরে আওয়াজ করবেন ও গান করবেন তোর কোন কোন জায়গায় ব্যাথা গো বান্ধবী ললিতা…।”


Sharmi Dhar
Sharmi Dhar

শর্মি ধর, বাংলা হান্ট এর রাজনৈতিক কনটেন্ট রাইটার। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত ।

সম্পর্কিত খবর